image_78_31885

দৈনিকবার্তা- ঢাকা, ৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ধারাবাহিক নাটকে অভিনয় করলেন৷ নাম ‘শুন্য জীবন’৷ এবারই প্রথম কোনো নাটকে দেখা যাবে তাকে৷ কনা রেজার গল্প অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ৷ ৪ ফেব্রুয়ারি থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ধারাবাহিকটি৷

নাটকটির গল্প ঢাকার চার তরুণকে ঘিরে৷ তারা সবে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পরীক্ষা দিয়েছে৷ নির্মাতা মেহেদি বিন আশরাফ জানান, চারপাশের নানান বিচিত্র কাহিনী রয়েছে এতে৷ নাটকে প্রায় দশটি চরিত্র সবসময়ই থাকবে৷ আরও ১৫টি চরিত্র বিভিন্ন সময়ে আসবে৷ হাস্যরসের ওপর মূল ভিত্তি থাকলেও সুখ-দুঃখ, হাসি-কান্না, প্রেম-বিরহ আর সামাজিক মূল্যবোধের সনি্নবেশ ঘটবে গল্পটিতে৷’শুন্য জীবন’-এ আরও অভিনয় করেছেন স্বাগতা, মৌসুমী নাগ, আলভী, নওশাবা, অর্ষা, সাজু খাদেম, প্রাণ রায়, রওনক হাসান, আদ্নান ফারুক হিল্লোল, কচি খন্দকার, ম.ম. মোর্শেদ, হান্নান শেলী প্রমুখ৷