দৈনিকবার্তা- ঢাকা, ৪ ফেব্রুয়ারি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি দেশের শানত্মি-শৃঙ্খলা ও মানুষের জান-মাল রৰায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার জন্য সরকার ও আইন-শৃঙ্খলা রৰাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন৷
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে সোমবার মধ্যরাতে চালানো নাশকতার কথা উল্লেখ করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের নাশকতা শুধু বন্ধ করলে হবে না তা চিরতরে নিমর্ূল করতে হবে৷ দেশের জনগনের জান-মাল ও শানত্মি-শৃঙ্খলার স্বার্থে সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে হবে৷মোহাম্মদ নাসিম আজ সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় ১৪ দলের জরুরী বৈঠক শেষে এ কথা বলেন৷
বৈঠকে আগামী ৭ ফেব্রুয়ারী কেন্দ্রীয় ১৪ দলের একটি প্রতিনিধি দল কুমিল্লার চৌদ্দগ্রামের যে স্থানে বাসে আগুন দেয়া হয়েছিল সে স্থান পরিদর্শন করবে এবং সে স্থানে ১৪ দলের উদ্যোগে জনসভা অনুষ্ঠানের সিদ্ধানত্ম হয়েছে বলেও জানান তিনি৷
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিতে বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ওয়াজেদুল ইসলাম খান, গণআজাদী লীগের মহাসচিব এস.কে শিকদার, আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষনা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমূখ উপস্থিত ছিলেন৷
বৈঠকে কুমিল্লার চৌদ্দগামে যাত্রীবাহী বাসে বর্বর ও কাপুরোষিত হামলায় ৭ জনকে পুড়িয়ে মারার তীব্র নিন্দা, ৰোভ ও উদ্বেগ প্রকাশ করা হয় এবং হামলায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু আরোগ্য কামনা করা হয়৷ এছাড়াও সুপরিকল্পিত এ হামলার ঘটনার বিষয়ে একটি তদনত্ম কমিটি গঠনেরও দাবী করা হয়৷কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এখন আর জনগনের নেত্রী নয়৷ তিনি জঙ্গী, বোমাবাজ ও সন্ত্রাসীদের নেত্রীতে পরিনিত হয়েছেন৷
গণমাধ্যমে প্রকাশিত বেগম খালেদা জিয়ার ফোনালাপের কথা উলেস্নখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া জনগনের নেত্রী হলে তিনি কখনো এভাবে মানুষ হত্যার নির্দেশ দিতেন না৷ সন্ত্রাসী ও জঙ্গীদের নেত্রী হওয়ার জন্যই তিনি এভাবে মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন৷মোহাম্মদ নাসিম কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে বিএনপি-জামায়াতের নাশকতা মূলক কর্মকান্ডের বিরুদ্ধে কর্মসূচী ঘোষনা করেন৷
গৃহিত কর্মসূচি অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারী বিকেল ৪ টা থেকে বিকেল ৫ টা পর্যনত্ম রাজধানীসহ সারাদেশের বিভাগীয়, জেলা ও উপজেলা শহরে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে শানত্মি ও গণতন্ত্রের পৰে এবং বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক ও নাশকতা মূলক কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে৷
দেশেরসর্বসত্মরের মানুষকে এ কর্মসূচীতে সম্পৃক্ত করা হবে উল্লেখ করে তিনি বলেন, ৮ ফেব্রুয়ারীর মানববন্ধন কর্মসূচীকে সফল করার জন্য ৬ ফেব্রুয়ারী সকাল ১১ টায় রাজধানীর ধানমন্ডিস’ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মুক্তিযোদ্ধা, রাজধানীর বিভিন্ন আসনের সংসদ সদস্য ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সাথে কেন্দ্রীয় ১৪ দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে৷ নাসিম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারী কেন্দ্রীয় ১৪ দলের একটি প্রতিনিধি দল কুমিল্লার চৌদ্দগ্রামের যে স্থানে বাসে আগুন দেয়া হয়েছিল সে স্থান পরিদর্শন করবে এবং সে স্থানে ১৪ দলের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে৷
তিনি বলেন, আগামী ৭ফেব্রুয়ারী জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের, ১০ ফেব্রুয়ারী বাংলাদেশের ওয়াকার্স পার্টি এবং ১৩ ফেব্রম্নয়ারী বাংলাদেশের সাম্যবাদী দলের উদ্যোগে বিএনপি-জামায়াতের নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হবে৷ এসকল সমাবেশে কেন্দ্রীয় ১৪ দলের সকল নেতা-কর্মীরা অংশ গ্রহন করবেন৷এছাড়া আগামী ১৪ এবং ১৫ ফেব্রম্নয়ারী রাজধানীতে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে শানত্মি সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি৷