14.-khaleda

দৈনিকবার্তা- কুমিল্লা, ৪ ফেব্রুয়ারি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসে দুবর্ৃত্তদের পেট্রলবোমা হামলায় সাতজন নিহত হওয়ার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুটি মামলা হয়েছে৷মঙ্গলবার বিকালে চৌদ্দগ্রাম থানায় মামলা দুটি করা হয়৷ উভয় মামলার বাদী চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার৷ চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, আগুনে পুড়িয়ে সাতজনকে হত্যা করার অভিযোগে একটি মামলা হয়েছ৷ অপর মামলাটি হয়েছে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে৷

পেট্রলবোমায় পুড়ে অঙ্গার সাতজনউভয় মামলায় চট্টগ্রাম এলাকার জামায়াতের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় যুবদলের সদস্য কামরুল হুদা, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সভাপতি সাহাবউদ্দিন ও সাধারণ সম্পাদক শাহ মো. মিজানুর রহমানসহ ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে৷ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫-২০ জনকে৷দুটি মামলাতেই হুকুমের আসামি করা হয়েছে খালেদা জিয়াকে৷ হুকুমের আসামি হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার নামও রয়েছে৷উপজেলার জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে যাত্রীবাহী আইকন পরিবহনের বাসে পেট্রলবোমা ছোড়া হয়৷ বাসটি কঙ্বাজার থেকে ঢাকা যাচ্ছিল৷

পেট্রলবোমার আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান বাবা- মেয়ে, মা- ছেলেসহ সাতজন নিরীহ বাসযাত্রী৷ আহত হন আরও অন্তত ২৮ জন বাসযাত্রী৷পেট্রলবোমায় নিহত ব্যক্তিরা হলেন যশোর শহরের সেন্ট্রাল রোডের বাসিন্দা নুরুজ্জামান পপলু ও তাঁর মেয়ে যশোর পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাইশা তাসনিম; কঙ্বাজারের চকরিয়ার আবু তাহের ও আবু ইউসুফ; নরসিংদীর পলাশ উপজেলার বালুচরপাড়া গ্রামের আসমা বেগম ও তাঁর ছেলে মো. শান্ত এবং ঢাকার কাপ্তানবাজার এলাকার মো.ওয়াসিম৷

মঙ্গলবার ভোররাতে উপজেলার জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে পেট্রোল বোমায় আগুনে সাতজনের মৃত্যুর পর রাতেই চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান মামলা দুটি দায়ের করেন৷হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুই মামলায়ই বিএনপি-জামায়াতের ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে বলে চৌদ্দগ্রামের ওসি উত্তম চক্রবর্তী জানিয়েছেন৷

বিএনপি নেত্রী খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেওয়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগি্নসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও হাতবোমায় অর্ধ শতাধিক মানুষের মৃতু্য হয়েছে৷

কয়েকদিন আগেও চৌদ্দগ্রামে একটি কভার্ড ভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ যে মামলাটি করেছিল, তাতে অবরোধ আহ্বানকারী খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছিল৷এছাড়া রাজধানীর যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায়ও খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা করে পুলিশ৷

এর বাইরে গত ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের এক সমর্থক অবরোধ-হরতালে সারাদেশে নাশকতায় ৪২ জনের মৃতু্যর জন্য খালেদা জিয়াকে হুকুমের আসামি করে আদালতে অভিযোগ দায়ের করেন৷ গুলশান থানার ওসিকে অভিযোগ তদন্ত করে আগামী ১ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে আদালত৷৫ জানুয়ারি অবরোধ শুরু হওয়ার পর এক ঘটনায় চৌদ্দগ্রামেই সর্বাধিক সংখ্যক মানুষের মৃতু্য হয়েছে৷ এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন, যাদের ১০ জনই দগ্ধ হয়েছেন৷এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে জেলা প্রশাসন৷ জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল জানিয়েছেন, এই হামলা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলামুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে৷হামলায় জড়িতদের ধরতে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানিয়েছেন৷নাশকতাকারীদের বিষয়ে তথ্য দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ৷