GAZiPUR-PETROL-BOMB-BM-up01-e1422884314911

দৈনিকবার্তা-গাজীপুর, ৩ ফেব্রুয়ারি: গাজীপুরের শ্রীপুর চলন্ত ট্রেনে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদেরকে শ্রীপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শ্রীপুর মডেল থানার ওসি মহসিন উল কাদির জানান, গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর জেলা বিএনপির উপদেষ্টা ও শ্রীপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি আবুল মনসুর মন্ডল, শ্রীপুরের মাস্টারবাড়ী এলাকার নওশের আলীর ছেলে আইয়ুব আলী, মৃত তছলিম উদ্দিনের ছেলে নাজমুল মিয়া, মৃত মজিদ মিয়ার ছেলে খাইরুল ইসলাম, মৃত হাজী ফজুমুদ্দীনের ছেলে মাসুদ করিম, কেওয়া দক্ষিণ খন্ড গ্রামের আব্দুল গফুরের ছেলে মতিউর রহমান (৩৩), বেড়াইদেরচালা গ্রামের মৃত মোমেন সরকারের ছেলে শরীফ সরকার (২৫), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আলী হোসেন (৩২), বৈরাগীরচালা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (৩০), পূর্ব লোহাগাছ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সৈকত খান (২২), শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের মোস্তফা কামালের ছেলে রিফাত (১৫), বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের মৃত সালাম আকন্দের ছেলে ফাহাদ আকন্দ, মৃত নাছির উদ্দিন আকন্দের ছেলে মোজাম্মেল হক (৩৮), তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে রুহুল আমীন (৪৫), গাজীপুর ইউনিয়নের উত্তর ধনুয়া গ্রামের ইউনুস আলীর ছেলে সজীব মিয়া (২৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও অগ্নিসংযোগ ও গাড়ী ভাংচুরের মামলা রয়েছে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় শ্রীপুর রেলওয়ে স্টেশনের আউট সিগন্যালের কাছে জামালপুরগামী “জামালপুর কমিউটার এক্সপ্রেসে” ট্রেনে একদল দুর্বৃত্ত পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করে। এতে কয়েকজন দগ্ধ আহত হয়।