বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দৈনিকবার্তা-ঢাকা, ৩ ফেব্রুয়ারি: মতিঝিল থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে মহানগর হাকিম ইমদাদুল হকের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার এসআই আনোয়ার হোসেন ১০ দিনের আবেদন করলে আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মতিঝিল এজিবি কলোনির বায়তুল মামুর মসজিদ এলাকায় পেট্রল মেরে গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে মানুষ চেষ্টার অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

তিনদিনের রিমান্ড শেষে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় আদালত। পল্টন থানার গাড়ি ভাংচুরের একটি মামলায় ফখরুলের তিনদিনের রিমান্ড শেষ হয় সোমবার। দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে আদালতে হাজির করে গাড়িতে আগুনের একটি মামলায় ১০ দিনের হেফাজতে চান তদন্ত কর্মকর্তা ডিবির এসআই আনোয়ার হোসেন খান।গত ৪ জানুয়ারি মতিঝিলের এজিবি কলোনির বায়তুল মামুর মসজিদের সামনে এক সেনা কর্মকর্তার গাড়িতে আগুন দেওয়ার মামলায় বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েক নেতার সঙ্গে ফখরুলকেও আসামি করা হয়। রিমান্ড আবেদন বাতিল এবং ফখরুলের জামিন চেয়ে আদালতে আবেদন করেন আসামির আইনজীবীরা।উভয় আবেদনের শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন।

এর পল্টন এলাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়ি ভাংচুরের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ২৭ জানুয়ারি ফখরুলের তিন দিনের হেফাজত মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ সেখ।গত ৩১ জানুয়ারি থেকে বিএনপির এই নেতাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এদিকে, ভাটারা থানায় দায়ের করা গাড়ি ভাঙচুর, পুলিশের বাধা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শাহজাহানসহ ৬ জনের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার মহানগর হাকিম আলমগীর কবির রাজ এর আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।উল্লেখ্য, গত ১২ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকা থেকে র‌্যাব তাকে আটক করে।