দৈনিকবার্তা-ঢাকা, ২ ফেব্রুয়ারি: যারা সংলাপের কথা বলে তাদের উদ্দেশে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আপনারা যারা সংলাপের কথা বলেন তারা বিএনপিকে পরামর্শ দেন, বুঝান৷ তারা যেন নাশকতা ও সন্ত্রাসের পথ পরিহার করে৷ তাহলে তাদের সঙ্গে সংলাপ হলেও হতে পারে৷
সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদে অবস্থান-সমাবেশে এ কথা বলেন৷ এ প্রতিবাদ-অবস্থান-সমাবেশের আয়োজন সম্মিলিত আওয়ামী সমর্থক জোট৷
কামরুল ইসলাম বলেন, বিএনপির হরতাল-অবরোধ রাজনৈতিক কর্মসূচি নয়, সন্ত্রাস৷ যারা তাদের সঙ্গে সংলাপের কথা বলেন, তাদের নাশকতা ও সন্ত্রাসকে রাজনৈতিক কর্মসূচি মনে করেন৷ বুঝে নেন, এই নাশকতা-সন্ত্রাস না ছাড়লে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না৷পাকিস্তানি কূটনৈতিকরা বাংলাদেশে নাশকতায় ইন্ধন যোগাচ্ছে- এমন অভিযোগ করে খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে পাকিস্তানি কূটনৈতিকরা নাশকতার ইন্ধন যোগাচ্ছে৷ তাদের এজেণ্ডা কী তা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে৷
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, খালেদা জিয়ার নোংরামি সহজে শেষ হবে না৷ কিছু চাকর-বাকর তার কাছে যান৷ কিছু লোক মনে করেন, খালেদা জিয়া বাংলাদেশের আপদ, আর কিছু লোক মনে করেন, বিপদ৷ এই আপদ-বিপদ একসঙ্গে শেষ করতে হবে৷ এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ হবে জানিয়ে মায়া বলেন, খালেদা জিয়াকে আমার কাছে ‘পাগল’ মনে হয়৷
মায়া বলেন, এসএসসি পরীক্ষা কী শুধু আওয়ামী লীগের লোকদের ছেলে-মেয়েদের? বিএনপি-জামায়াতের লোকদের ছেলে- মেয়েরাও তো পরীক্ষা দেয়৷খালেদা জিয়ার উদ্দেশে ত্রাণমন্ত্রী বলেন, আপনি শিশুদের পরীক্ষা দিতে দেবেন না! পরীক্ষা হবে, বাধা দিতে পারবেন না৷ পরীক্ষা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে৷অবস্থান সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, উপ-দফতর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ৷