দৈনিকবার্তা-ঢাকা, ১লা ফেব্রুয়ারী: গাড়ি ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনায় বাড্ডা থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত৷
রোববার বিকেলে মহানগর হাকিম আলমগীর কবির রাজের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন৷উল্লেখ্য, রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে শুক্রবার রাত পৌনে ৩টার দিকে র্যাব রিজভীকে আটক করে৷ এরপর তাকে বাড্ডা থানায় সোপর্দ করে র্যাব৷ বাড্ডা থানা গত ২৬ জানুয়ারি অনাবিল পরিবহনের একটি গাড়ি পোড়ানোর ঘটনায় তাকে গ্রেফতার দেখায়৷
রিজভীকে দুপুর দুইটা ৫০ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়৷তাকে গাড়ি ভাংচুর, যাত্রী ও চালক- হেলপারকে হত্যাচেষ্টা, পেট্রোল ঢেলে অগি্নসংযোগের মামলায় দশদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মোশাররফ হোসেন৷রিজভীকে এ মামলার হুকুমের আসামি করা হয়েছে৷
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৬ জানুয়ারি রাত সোয়া নয়টার দিকে বাড্ডা থানাধীন প্রাণ আরএফএলের কার্যালয়ের সামনের রাস্তায় গাজীপুর থেকে যাত্রাবাড়ীগামী অনাবিল পরিবহনের একটি বাস থামায় অবরোধকারীরা৷ তারা বাসটিতে ভাংচুর এবং পেছনের সিটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে যাত্রী ও চালক- হেলপারকে হত্যার চেষ্টা চালায়৷
শুক্রবার দিবাগত রাতে বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব)৷ শনিবার(৩১ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করে র্যাব৷ সেখান থেকে বিকেল ৫টা ১৭ মিনিটে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়৷শনিবার ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় রুহুল কবির রিজভী আহমেদকে৷