দৈনিকবার্তা-ঢাকা, ১লা ফেব্রুয়ারী: খালেদা জিয়ার ডাকে দেশে যতক্ষণ হরতাল-অবরোধ চলবে ততক্ষণ তার কার্যালয়ের গ্যাস,বিদু্যত্ ও পানির লাইন বন্ধ থাকবে৷ এটাই এখন দেশের সাধারণ জনগণের প্রত্যাশা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ৷
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷ অযৌক্তিক হরতালের বিরুদ্ধে অবরোধ গড়ে তুলুন’ এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষকালক্ষেপণ না করে অবিলম্বে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেফতার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ৷
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার পাশাপাশি যারা গোপনে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছে তাদেরকেও গ্রেফতার করতে হবে৷তিনি বলেন, কোকোর মৃতু্যর পর সবাই ভেবেছিল তিনি (খালেদা জিয়া) শান্ত হবেন৷ কিন্তু তিনি আগের মতোই মানুষ হত্যা অব্যাহত রেখেছেন৷ রাজনীতির নামে পেট্রলবোমা মারার খেলায় নেমেছেন খালেদা৷ হাছান মাহমুদ আরও বলেন, তার মৃত ছেলে ছিলেন একজন আসামি৷ মালয়েশিয়ায় গিয়ে শ্রমিকের কাজ করতেন৷ সেই পুত্রশোকে তাকে নাকি ইনজেকশন দেওয়া হয়েছে৷ অথচ যেদিন তার ছেলে মারা গেছেন সেদিনও তিনি মানুষ হত্যা অব্যাহত রেখেছেন৷
বিএনপির দফতর সম্পাদক রুহুল কবির রিজভীর গ্রেফতার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, তিনি গোপন জায়গা থেকে মানুষ হত্যার নির্দেশ এবং দেশে নৈরাজ্য সৃষ্টির বার্তা প্রেরণ করতেন লাদেনি কায়দায়৷ আর সেই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে৷ এজন্য সরকারকে ধন্যবাদ জানাই৷হাছান মাহমুদ আরও বলেন, খালেদা জিয়া হরতালের মধ্য দিয়ে দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন৷ তার কার্যালয়ের সব লাইন বন্ধ থাকলে তিনিও বুঝবেন জনগণের কত কষ্ট৷
হাছান মাহমুদ আরো বলেন, খালেদা নিজেও এসএসসি পরীক্ষা দিয়েছেন৷ কিন্তু উর্দুতে পাস করেছেন আর বাংলাতে ফেল করেছেন৷ তিনি চান বাংলাদেশের শিক্ষার্থীরা যেন মেট্রিক পরীক্ষা না দেয়৷এসএসসি পরীক্ষার সময় সতর্কতার সাথে প্রত্যেকটি কেন্দ্র পাহারা দেওয়ার জন্য নিরাপত্তা কর্মীদের অনুরোধ জানান তিনি৷
আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আয়োজক সংগঠনের সভাপতি জিনাত আলী জিন্নাহ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ করিম প্রমুখ৷