দৈনিকবার্তা-ঢাকা, ১লা ফেব্রুয়ারী: সুখবর আছে। মহেন্দ্র সিং ধোনির পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে। খুব শিগগির আসছে জুনিয়র ধোনি। সব ঠিকঠাক থাকলে এই ফেব্রুয়ারিতেই। তবে সন্তান আসার শুভক্ষণে স্ত্রী সাক্ষীর পাশে অবস্থান করতে পারবেন না এমএসডি। বিশ্বকাপ চলায় দলের সঙ্গে ধোনিকে তখন অস্ট্রেলিয়ায় থাকতে হবে।
গত সাত-আট মাস ধরেই জল্পনা চলছিল। কারণ ধোনির সর্বক্ষণের সঙ্গী সাক্ষীকে দীর্ঘদিন গ্যালারিতে দেখা যাচ্ছিলো না। কী দেশে, আর কী বিদেশে। অন্যদিকে শত ব্যস্ততার মাঝেও প্রত্যেকদিন সিডিউল করে সাক্ষীর খোঁজ নিতে দেখা গেছে ধোনিকে। তখনই গুঞ্জন, তবে কি মা হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের ফাস্ট লেডি? হ্যাঁ, বা না কোনো কিছুই বলেননি মিস ধোনি।
গত আগস্টে টুইটারে ছবি পোস্ট করে লিখেছিলেন, অল স্মাইলস। এতে জল্পনা বেড়েছিল আরোও। কিন্তু ধোনির পরিবার থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি নেই। তাতেই ভারতীয় মিডিয়ার দুইয়ে দুইয়ে চার মেলানো। আর সিদ্ধান্তে উপনীত হওয়া যে শিগগির বাবা হচ্ছেন ধোনি। সূত্র: ইন্ডিয়া টুডে।