দৈনিকবার্তা-আম্মান, ১ ফেব্রুয়ারি, ২০১৫ : জিহাদি গোষ্ঠী আইএস তাদের হাতে আটক এক জাপানি সাংবাদিককে হত্যা করার পর জর্দান ইসলামিক স্টেট গোষ্ঠীর হাতে আটক তাদের এক পাইলটের জীবন বাঁচাতে সাধ্যমতো সবকিছু করার প্রতিজ্ঞা করেছে। সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমেনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রাকে বলেন, ‘সরকার গত ডিসেম্বরে সিরিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার পর জিহাদিদের হাতে আটক হওয়া পাইলট মাজ আল-কাসাসবেহ’র জীবন বাঁচাতে এবং তার মুক্তি নিশ্চিত করতে যা কিছু সম্ভব সবই করবে।’
আইএস কাসাসবেহ’র জীবনের বিনিময়ে জর্দানে মৃত্যুদ-প্রাপ্ত এক ইরাকি জিহাদির মুক্তি দাবি করছে। জর্দান সরকার কাসাসবেহ জীবিত আছেন এমন প্রমাণ সাপেক্ষে আইএস-এর দাবি মানতে তাদের প্রস্তুত থাকার কথা ব্যক্ত করেছে।