দৈনিকবার্তা-ঢাকা, ৩১ জানুয়ারি: এসএসসি ও সসমানের পরীক্ষায় সব ধরনের সহায়তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছ্তে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক-আইজিপি একেএম শহীদুল হক৷
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার সময় প্রতিটি কেন্দ্র এবং শিক্ষার্থীদের চলাচলের রাস্তায় নিরাপত্তা দেবে পুলিশ৷ পরীক্ষা নিশ্চিত করতে সর্বশক্তি নিয়োগ করবে পুলিশ৷শনিবার রাজধানীতে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ কথা জানিয়েছেন৷ হরতাল-অবরোধের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে নিরাপত্তা ব্যবস্থার কথা জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়৷ সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমানসহ পুলিশ সদর দপ্তরের ঊধর্্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
টানা অবরোধের মধ্যে কাল রোববার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে ৭২ ঘন্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট৷ সোমবার থেকে শুরু হওয়ার কথা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা৷ জোটের এই কর্মসূচির কারণে এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হবে কি না,সে বিষয়ে শুক্রবার রাত পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়৷ পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকেরা উত্কন্ঠায় আছেন৷
পরীক্ষা চলাকালে নিরাপত্তা সম্পর্কে জানাতে গিয়ে আইজিপি শহীদুল হক বলেন,শিক্ষার্থীদের দলগতভাবে নিরাপত্তা দেবে পুলিশ৷ কিন্তু ব্যক্তিগতভাবে নিরাপত্তা দিতে পারবে না৷ শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়৷ তিনি বলেন, সবার প্রত্যাশা ছিল, এসএসসি পরীক্ষার কারণে কর্মসূচি শিথিল রাখা হবে বা আওতামুক্ত রাখা হবে৷ কিন্তু বাস্তবে দেখা গেল, তারা অবরোধের সঙ্গে হরতাল দিল৷এসএসসি পরীক্ষার সময় ও ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচি অব্যাহত রাখা প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘পিতা হিসেবে, নাগরিক হিসেবে আমি স্তম্ভিত৷ জাতি স্তম্ভিত৷ সরকার পরীক্ষা নিলে পুলিশ সব ধরনের নিরাপত্তা দেবে বলে জানান তিনি৷ এ জন্য সাধারণ নাগরিকদের কাছে তিনি সহযোগিতা চান৷
দেশের জনগণ ও রাজনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে পুলিশের এ কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা চাইলে আলাদাভাবে নিরাপত্তা দেয়া হবে৷এ সময় তিনি আরো বলেন, বিএনপি সমাবেশ করতে চাইলে নিরাপত্তা বিবেচনা করে অনুমতি দেয়া হবে৷পুলিশ প্রধান শহীদুল হক বিশাল সংখ্যক শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনায় নিয়ে অবরোধ তুলে নিতে ২০ দলের প্রতি আহ্বান জানান৷তিনি বলেন, একজন নাগরিক হিসেবে, একজন পিতা হিসেবে অনুরোধ করছি, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে, দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সময়টুকু হরতাল-অবরোধ প্রত্যাহার করুন৷ আগামী সোমবার থেকে এসএসসি পরীক্ষায় প্রায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে৷ এই পরীক্ষা চলবে মাসজুড়ে৷
হরতাল-অবরোধের মধ্যে এসএসসি পরীক্ষা নেওয়া হলে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে উদ্বিগ্ন পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করেছে পুলিশ ও বিজিবি৷ বিএনপি নেতৃত্বাধীন ২০ দল টানা অবরোধ চালিয়ে যাওয়ার পাশাপাশি পরীক্ষা শুরুর দিন ২ ফেব্রুয়ারি হরতাল ডাকায় সারাদেশে এই পাবলিক পরীক্ষা নিয়ে উদ্বেগ-উত্কন্ঠা দেখা দিয়েছে৷
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক শনিবার সাংবাদিকদের বলেন, সরকার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলে পুলিশ সব ধরনের নিরাপত্তা সহযোগিতা দেবে৷ পরীক্ষা কেন্দ্র ও শিক্ষার্থীদের যাতায়াতসহ সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে৷গত ৫ জানুয়ারি থেকে অবরোধে নাশকতা ঠেকাতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে থাকা বিজিবির পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, তারাও পরীক্ষার্থীদের বিশেষ নিরাপত্তা দেবে৷
বিজিবির এক কর্মকর্তা বলেছেন, পরীক্ষার্থীরা যাতে কেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারেন, সেজন্য তাদের টহল জোরদার হবে৷ কেউ নাশকতা চালাতে না পারে সেজন্য পরীক্ষা কেন্দ্র ঘিরে তাদের সতর্ক অবস্থান থাকবে৷গাড়ি পোড়ানো, বোমাবাজি ও ভাংচুরের মধ্যে চলমান অবরোধ-হরতালের মধ্যে পরীক্ষা নেওয়ার পক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলে এলেও চূড়ান্ত সিদ্ধান্ত রোববার জানাবে মন্ত্রণালয়৷
সোমবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় প্রায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে৷ এই পরীক্ষা চলবে মাসজুড়ে৷পুলিশ প্রধান শহীদুল হক বিশাল সংখ্যক শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনায় নিয়ে অবরোধ তুলে নিতে ২০ দলের প্রতি আহ্বান জানান৷ একজন নাগরিক হিসেবে, একজন পিতা হিসেবে অনুরোধ করছি, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে, দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সময়টুকু হরতাল-অবরোধ প্রত্যাহার করুন৷
অবরোধ-হরতালে নাশকতা ঠেকাতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান শহীদুল হক৷ বর্তমানে চোরাগোপ্তা হামলা হচ্ছে জানিয়ে তিনি বলেন,এগুলোরাজনৈতিকনয়,সন্ত্রাসী কর্মকাণ্ড৷নাশকতাকারীদের ধরিয়ে দিতে ইতোমধ্যে পুলিশ-র্যাব পুরস্কার ঘোষণা করেছে৷