দৈনিকবার্তা-গাজীপুর, ৩১ জানুয়ারি: গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের দু’নেতাকে ১৩টি পেট্রোল বোমাসহ গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকার মো. চাঁন মিয়ার ছেলে মো. মনির হোসেন (২৮) এবং মো. হাবিল মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০)।
র্যাব-১ এর লে. কমান্ডার কাজী মো. শোয়াইব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর সদস্যরা গাজীপুর মহানগরের বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের সামনে অভিযান চালিয়ে মনির হোসেন ও সাগর হোসেনকে ১৩টি পেট্রোল বোমাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। তারা নাশকতা কর্মকান্ড পরিচালনার জন্য ওই এলাকায় অবস্থান করছিল। পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দনা এলাকার শফিকুল ইসলাম খোকনের বাড়ি অভিযান চালিয়ে পিস্তলের ৫রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা পেট্রোল বোমা তৈরী করে হরতাল অবরোধের সময় গাজীপুরের বিভিন্নস্থানে সরবরাহ এবং ত্রাস ও নাশকতা সৃষ্টি করে আসছিল। এদের বিরুদ্ধে গত ১৫ জানুয়ারি কালিয়াকৈরের বটতলা এলাকায় অগ্নিসংযোগ করে বাসের ঘুমন্ত হেলপারকে হত্যা করার ঘটনায় জড়িত থাকার তথ্য রয়েছে।