দৈনিকবার্তা-ঢাকা, ৩১ জানুয়ারি: আগে ছিল ওশেনিয়া ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত৷ তবে ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়ার অবস্থান এশিয়ান ফুটবল কনফেডারেশনে৷ ২০০৭ সালে প্রথম এশিয়ান কাপ ফুটবলে অভিষেক অস্ট্রেলিয়ার৷ সাফল্য কোয়ার্টার ফাইনাল৷ তবে ২০১১ সালে দুর্দান্ত গতিতে অস্টের্্িলয়া উঠে যায় ফাইনালে৷ কিন্তু জাপানের কাছে হেরে স্বপ্নভঙ্গ৷ সব বাধা পেরিয়ে ২০১৫তে সফল তারা৷ ঘরের মাঠে এশিয়ান কাপ ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব ঠিকই দেখিয়েছে সকারুজরা৷ শনিবার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া৷ বছর নয়েকের মধ্যেই এশিয়ার ফুটবলের শাসন দন্ড হাতে নিল চারবার বিশ্বকাপ ফুটবলে অংশ নেয়া এই দেশটি৷
সিডনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালটা ছিল বেশ রুদ্ধশ্বাস আর উত্তেজনায় পূর্ণ৷ এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিল প্রায় ৭৩ হাজার দর্শক৷ নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ এ ড্র৷ ম্যাচ নিষ্পত্তি হয়েছে অতিরিক্ত ত্রিশ মিনিটে৷ যেখানে সাফল্যের হাসি হেসেছে টিম কাহিলরা৷
গোলের জন্য দুই দলকে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ৷ প্রথমার্ধের শেষ মূহুর্তে লুঙ্গোর গোলে লিড নেয় অস্ট্রেলিয়া৷ এই এক গোলেই শেষ হতে যাচ্ছিল রোমাঞ্চকর ফাইনাল৷ কিন্তু চমকটা দেখায় দক্ষিণ কোরিয়া ম্যাচের শেষ মূহুর্তে৷ ৯০ মিনিট পর্যন্তও অস্ট্রেলিয়া এগিয়ে ছিল ১-০তে৷ তবে অতিরিক্ত সময়ে সন হেং মিনের গোলে ম্যাচে ফেরে দক্ষিণ কোরিয়া৷ ১-১ ব্যবধানে সমতা থেকেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা৷
ম্যাচ গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে৷ এখানে সফল অস্ট্রেলিয়া৷ ১০৫ মিনিটে ত্রোইসির গোলে ২-১ এ লিড নেয় স্বাগতিক শিবির৷ শেষ পর্যন্ত এই গোল শোধ করতে পারেনি দক্ষিণ কোরিয়া৷ ফলে প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অস্ট্রেলিয়া৷
এশিয়ান কাপ ফুটবলে দক্ষিণ কোরিয়া দুইবারের চ্যাম্পিয়ন- ১৯৫৬, ১৯৬০৷ তবে এরপর চারবার ফাইনালে উঠেও শিরোপার দেখা পায়নি কোরিয়ান শিবির৷ এশিয়ান কাপ ফুটবলে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন জাপান৷ যারা এই আসরে বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকেই৷ তিনবার করে চ্যাম্পিয়ন সৌদি আরব ও ইরান৷ একবার করে শিরোপা জেতার রেকর্ড আছে অস্ট্রেলিয়া ছাড়াও ইসরাইল, কুয়েত ও ইরাকের৷