1422343672

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ জানুয়ারি: খালেদা জিয়ার বাসার বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করার পর ক্ষমতাসীন দলের নেতা হাছান মাহমুদ বলেছেন, এসএসসি পরীক্ষার আগে অবরোধ প্রত্যাহার না হলে গুলশানের ওই বাড়ির পানি, গ্যাসসহ সব কিছুর সংযোগ বিচ্ছিন্ন করা হবে৷অবরোধ-হরতালের নামে সহিংসতার মাধ্যমে মানুষ হত্যার দায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ৷

তিনি বলেন, অবরোধ-হরতালের নামে সহিংসতার মাধ্যমে মানুষ হত্যার জন্য খালেদা জিয়াকে গ্রেফতার করতে হবে৷ অবিলম্বে তাকে গ্রেপ্তার করে উপযুক্ত শাসত্মির ব্যবস্থা নেয়া হোক, কেননা এটা এখন সময়ের গণদাবিতে পরিণত হয়েছে৷হাছান মাহমুদ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ কথা বলেন৷ ‘অবৈধ হরতাল ও মানুষ হত্যার প্রতিবাদে’ এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ৷সংগঠনের সভাপতি জাকারিয়া হানিফের সভাপতিত্বে মানববন্ধনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামছুল হক টুকু, সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম প্রমুুখ বক্তব্য রাখেন৷

হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার কাছে পুত্র বড় কথা নয় বরং মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়াই বড় কথা৷ পুত্রের মৃতু্যর পরও তিনি মানুষ হত্যা অব্যাহত রেখেছেন৷ অবিলম্বে তার বিরম্নদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ কারার জন্য সরকারের কাছে অনুরোধ করছি৷এ সময়ে এসএসসি শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেয়ার স্বার্থে ও জনগণকে অবরোধের নামে নৈরাজ্য থেকে মুক্তি দিতে বিএনপি\’র প্রতি আহ্বানও জানান তিনি৷

তিনি বলেন, এসএসসি পরীক্ষার আগে অবরোধ প্রত্যাহার না হলে খালেদা জিয়ার কার্যালয়ের শুধু বিদু্যত্‍ নয়, সব লাইন কেটে দেওয়া হবে৷ এটা আজকে জনগণের দাবি৷গত প্রায় এক মাস ধরে গুলশানের যে বাড়িটি খালেদা জিয়ার বাসা হিসেবে ব্যবহার হয়ে আসছে, শনিবার ভোররাতে সেখানকার বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে তার এক সহকারী জানিয়েছেন৷ওই বাসার ইন্টারনেট ও ডিস লাইনও কেটে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি৷

দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কর্মসূচি পালন করতে না পেরে গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধ ডাকেন খালেদা জিয়া৷ প্রায় চার সপ্তাহের অবরোধে সহিংসতায় অন্তত ৪০ জনের মৃতু্য হয়েছে, যার অর্ধেকই মারা গেছেন আগুনে পুড়ে৷এরইমধ্যে আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় প্রায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে৷ এই পরীক্ষা চলবে মাসজুড়ে৷

এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বেশ কয়েকদিন ধরেই অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে আসছিল সরকার৷

তবে ওই অনুরোধে সাড়া না দিয়ে পরীক্ষা শুরুর একদিন আগে থেকে সারাদেশে অবরোধের পাশাপাশি ৭২ ঘন্টার টানা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন জোট৷ নাশকতায় প্রাণহানির জন্য খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানিয়ে হাছান মাহমুদ বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় আনা হোক৷ অন্যথায় জনগণ তাকে ঘেরাও করে আইনের হাতে তুলে দিবে৷

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারে সন্তোষ জানিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, এর বাইরেও যারা রাজনীতির নামে সাধারণ মানুষ হত্যার নির্দেশ দিয়ে যাচ্ছেন তাদেরও গ্রেপ্তার করা হোক৷শনিবার ভোররাতে ঢাকার একটি বাড়ি থেকে রিজভীকে গ্রেপ্তার করেছে র্যাব, যিনি অজ্ঞাত স্থান থেকে নিয়মিত বিবৃতি দিয়ে হরতাল-অবরোধের ঘোষণা দিয়ে আসছিলেন৷