দৈনিকবার্তা- ঢাকা, ৩০ জানুয়ারি: বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া বর্তমানে খল নায়িকার ভূমিকায় রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা অব্যাহত থাকবে বলে জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷
শুক্রবার দুপুর ১২টায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের জাতীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন৷তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া এখন দেশনেত্রী নন, বিএনপি নেত্রীও নন৷ তিনি এখন পেট্রল জিয়া, আগুন জিয়া৷ এসব বন্ধ না করলে বাংলার মাটিতে তার পরিণতি হবে ভয়াবহ৷ এসময় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, যেহেতু বোমা মেরে, আগুন দিয়ে আপনার নির্দেশেই এসব হত্যাকান্ড হচ্ছে৷ তাই আপনার মুক্তি পাবার সম্ভাবনা কম৷হাসানুল হক ইনু বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিদের সঙ্গে এক হয়ে যারা দেশের মানুষকে মানুষ হত্যা করেছে এবং মা- বোনের ইজ্জত নিয়েছিলো তারা ৭১ সালের খল নায়ক৷
তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করায় জিয়াউর রহমান খলনায়ক৷ আর বর্তমানে দেশের সাধারণ মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে হত্যা করার উস্কানি দিয়ে খালেদা জিয়া খল নায়িকার ভূমিকা পালন করছেন৷
তথ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের পর কখনও এভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হয়নি৷ চলন্ত গাড়িতে আগুন দিয়ে যাত্রীদের হত্যা করা হয়নি৷ খালেদা জিয়ার উস্কানিতে ৫ জানুয়ারি নির্বাচনের আগে এবং পরে দেশের সাধারণ মানুষের পুড়িয়ে হত্যা করা হচ্ছে৷
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে ইনু বলেন, আপনার এ ধরনের কার্যক্রমের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিহার করতে হবে৷ সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়লে তারপর একটা আলোচনার পরিবেশ হতে পারে৷
জাতির কাছে আত্মসমর্পন না করে হরতাল-অবরোধ দিয়ে সাধারণ মানুষের জ্বালিয়ে-পুড়িয়ে হত্যা করলে সেই রকম খল নায়িকার সঙ্গে কখনো সংলাপ আলোচনা হতে পারে না বলে মন্তব্য করেন তিনি৷