দৈনিকবার্তা- ঢাকা, ৩০ জানুয়ারি: রোকেয়া প্রাচী ও রাইসুল ইসলাম আসাদ ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, সুপার হিরো সুপার হিরোইন খ্যাত ইমরান, সানসি ফারুক, আবদুর রহমান রাজীব, আর জে মুকুল ও সাকি ফারজানা, সিডর সুমন, মাটির, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, আবদুর রহমান রাজীব, জগন্ময় পালসহ চারশ’ নাট্যকর্মী৷ক্যাটিগরিগুলো হলো শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ পাশর্্ব অভিনেতা’ এবং শ্রেষ্ঠ শিশুশিল্পী৷ ছবিটির পরিচালক আশরাফ শিশির৷ এর চিত্রনাট্যও তার করা৷ গাড়িওয়ালা এ চলচ্চিত্র উত্সবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছিল৷ এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুপার হিরো সুপার হিরোইন-খ্যাত অভিনেতা মুস্তাফিজুর নুর ইমরান জিতে নেন শ্রেষ্ঠ পাশর্্ব অভিনেতা এবং শিশুশিল্পী কাব্য ও শেখ মারুফ যৌথভাবে জিতে নেয় শ্রেষ্ঠ শিশুশিল্পী পুরস্কার৷
উল্লেখ্য, গাড়িওয়ালা ইতোমধ্যে গত ১৯-২৪শে অক্টোবরে অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতে শারজাহ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব, গত ৯-১৭শে নভেম্বর অনুষ্ঠিত ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্স, গত ১৩-২১শে ডিসেম্বরে অনুষ্ঠিত চতুর্থ এথেন্স আন্তর্জাতিক ডিজিটাল চলচ্চিত্র উত্সব, গত ২৫-২৭শে ডিসেম্বর পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত রাফি পীর আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব এবং এ বছরের ২৪-৩০ শে জানুয়ারি ‘অষ্টম বাংলাদেশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয়েছে৷ এছাড়া পর্তুগালের আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ‘আভানকা ২০১৪-তে’ ট্রেইলর ইন মোশন বিভাগে মনোনীত হয় ‘গাড়িওয়ালা’৷
রোকেয়া প্রাচী ও রাইসুল ইসলাম আসাদ ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, সুপার হিরো সুপার হিরোইন খ্যাত ইমরান, সানসি ফারুক, আবদুর রহমান রাজীব, আর জে মুকুল ও সাকি ফারজানা, সিডর সুমন, মাটির, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, আবদুর রহমান রাজীব, জগন্ময় পালসহ চারশ’ নাট্যকর্মী৷ শিশুশিল্পীরা হলো মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ৷ চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাবি্বর মাহমুদ৷ মিডিয়া এইড বাংলাদেশ প্রযোজিত ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) কারিগরি সহায়তায় ৯০ মিনিট ব্যাপ্তির গাড়িওয়ালা পাবনা, গাজীপুরের প্রত্যন্ত গ্রামে এবং এফডিসিতে সিংহভাগ আউটডোর ভিত্তিক ৩০ দিনের শুটিং সম্পন্ন হয় এবং গত ২৫শে মে বাংলাদেশ সেন্সর বোডের্র আনকাট সেন্সরশিপ পায়৷ চলচ্চিত্রটির রেডিও পার্টনার এবিসি রেডিও এফএম ৮৯.২ ও ব্লগ পার্টনার ইস্টিশন ব্লগ৷