দৈনিকবার্তা-চট্টগ্রাম, ৩০ জানুয়ারি: রাজনীতিতে বিভেদের দেয়াল আর ঊচু না করে সম্পর্কের সেতু নির্মাণ করতে হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ অবরোধের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও বোমাবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ সহিংসতায় জড়িতদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতেও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি৷
শুক্রবার চট্টগ্রামের প্রেস ক্লাবে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান৷ সেতুমন্ত্রী বলেন, ‘যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক, যারা এই নীতি বিশ্বাস করেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে৷ যারা মানুষ খুন করে, পেট্রোল বোমা মারে, অগি্নসংযোগ করে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং এদের ধরিয়ে দিতে হবে৷
খালেদা জিয়া ও বিএনপি তাদের হাহাকারের আগুনে দেশ জ্বালিয়ে দিতে চান মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তারা কোন ধরনের রাজনীতি করে যারা বোমা মেরে শিশু, নারীসহ নিরীহ মানুষ হত্যা করে? তারা তাদের হাহাকারের আগুনে দেশকে জ্বালিয়ে দিতে চায়৷ তাই তারা মানুষকে পুড়িয়ে মারছে৷ বিশ্ববিদ্যালয় ছাত্রী থেকে শুরু করে গর্ভবর্তী নারীও রেহাই পাচ্ছেন না৷
সাংবাদিকদের ব্যাপারে তিনি বলেন, সাংবাদিকরাও এখন বিভক্ত, তারা মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করছেন, যা পুরাপুরি নিয়মবহির্ভূত৷ তিনি সাংবাদিকদের এক হওয়ার আহ্বান জানান৷
রাজনৈতিক নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন নেতা তৈরির কারখানা৷ যেখানেই যাই শুধু নেতা আর নেতা দেখি, কর্মী দেখি না৷’ তিনি এই ধরনের হাইবিব্র নেতাদের প্রতি তীক্ষ দৃষ্টি রাখছেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন৷
তিনি আগামী ১ মাসের মধ্যে সকল প্রকার রাজনৈতিক ও অনুমোদনহীন বিলবোর্ড সরিয়ে নেয়ার জন্য অনুরোধ জানান৷ নইলে মাস শেষ হওয়া মাত্রই ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন৷
সাংবাদিকতা ও বিভিন্ন পেশাজীবীদের মাঝে মত ভিন্নতার ঊর্ধে উঠে কর্মসম্পর্ক ভালো রাখার আহ্বান জানান তিনি৷
সাংবাদিকতাকে ঝূঁকিপুর্ণ পেশা উল্লেখ করে সাংবাদিকদের জন্য ঝূঁকিভাতা ব্যবস্থা করা যায় কিনা তা সরকার বিবেচনা করবে বলে জানান মন্ত্রী৷
পরে তিনি চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ২ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন৷ এ সময় চট্টগ্রাম সাংবাদিক সমিতির সভাপতি গোলাম সরোওয়ার, সাধারণ সম্পাদক মুহসিন চৌধুরী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান ফেরদৌস, চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসিরসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷