দৈনিকবার্তা-কঙ্বাজার, ৩০ জানুয়ারি: বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে ট্রলার ডুবির ঘটনায় আট জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা৷ শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে কয়েক মিনিটের ব্যবধানে কুতুবদিয়া চ্যানেলের খুদিয়াটেক পয়েন্টের আশপাশের এলাকা থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়৷
কোস্টগাডের্র কুতুবদিয়া স্টেশন কমান্ডার তারেক মোস্তফা জানান, সাগরে যে পয়েন্টে ট্রলারটি ডুবেছিল তার আশপাশের এলাকায় লাশগুলো পাওয়া গেছে৷ তাদের পরিচয় এখনো জানা যায়নি৷ কোস্টগার্ডের উদ্ধার যান তানভীর ও তৌহিদ এবং নৌ-বাহিনীর অতন্দ্র ও অপরাজেয় জাহাজসহ আরো দুটি ট্রলার নিয়ে উদ্ধার তত্পরতা চলছে বলে জানান তিনি৷
অবৈধভাবে মালয়েশিয়াগামী যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকালে সাগরের কুতুবদিয়া চ্যানেলে খুদিয়ার টেক পয়েন্টে ‘এফবি ইদ্রিস’ নামের ট্রলারটি ডুবে যায়৷ এরপর স্থানীয়দের সহায়তায় ৪৩ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা৷
ওই ট্রলারে অন্তত ৬০ জন ছিলেন বলে উদ্ধারদের বরাত দিয়ে জানিয়েছিলেন কোস্টগার্ড কর্মকর্তারা৷ এ ঘটনায় শুক্রবার সকালে ১১ দালালকে আসামি করে কুতুবদিয়া থানায় মানবপাচার আইনে একটি মামলা করেছে পুলিশ৷ ট্রলারটি বুধবার রাত ২টার দিকে চট্টগ্রামের মাঝিরঘাট থেকে যাত্রা করেছিল৷