court_bg_6353851464.thumbnail

দৈনিকবার্তা- ঢাকা, ২৯ জানুয়ারি: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটসহ দেশের সকল হাসাপাতালে মেয়াদোত্তীর্ণ রিং পরিয়ে হার্টের রোগীদের চিকিত্‍সায় নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট৷একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ রিং সরবরাহকারী প্রতিষ্ঠান ও রিং গ্রহণ এবং রোগীদের দেহে তা প্রতিস্থাপনকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত৷

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে বৃহস্পতিবার এ আদেশ দেয়৷স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), পুলিশের মহাপরিদর্শক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মহাপরিচালকসহ সংশ্লিদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে৷মেয়াদোত্তীর্ণ রিং পরিয়ে হৃদরোগ চিকিত্‍সার ভয়াবহ তথ্য সংক্রানত্ম বেসরকারী টিভি চ্যানেল টুয়েন্টিফোরের একটি প্রতিবেদন আমলে নিয়ে আদালত এ আদেশ দেয়৷ প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী জায়দী হাসান৷

মেয়াদোত্তীর্ণ রিং পরানোর অভিযোগ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) নেতৃত্বে তিন সদস্যের একটি তদনত্ম কমিটি গঠন করে বিষয়টি তদনত্মপূর্বক একটি প্রতিবেদন এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে৷এ বিষয়ে আগামী ১ মার্চ পরবতর্ী আদেশ দেয়া হবে বলে জানায় আদালত৷টিভির রিপোর্টে বলা হয়েছে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গত সাত মাসে বেশকিছু রোগীর দেহে এই মেয়াদোত্তীর্ণ রিং পরানোর খবর পাওয়া গেছে৷

রিপোর্টে আরো বলা হয়, হৃদরোগ বিশেষজ্ঞরা বলেছেন, চিকিত্‍সার পরেও রোগীরা এমনিতেই ঝুঁকিতে থাকেন৷ তার ওপর মেয়াদ পার হওয়া রিং পরানো হলে, এই ঝুঁকির মাত্রা আরো বাড়বে৷ তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই রিং রোগীদের তেমন ক্ষতি করবে না৷ তবে, রিং এর নির্দেশিকায় উল্লেখ আছে, মেয়াদ পার হলে এটি কোনভাবেই ব্যবহার করা যাবে না৷