দৈনিকবার্তা- ঢাকা, ২৯ জানুয়ারি: হরতালে সহিংসতা বন্ধে জনগণের দাবির প্রেক্ষিতে সরকার আইন করার চিন্তাভাবনা শুরু করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক৷বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি সহকারী জজ আসাদুজ্জামানকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান৷ সহকারী জজ আসাদুজ্জামান বুধবার (২৮ জানুয়ারি) রাতে মিরপুর কালশীতে ককটেল বিস্ফোরণে দগ্ধ হন৷
তাকে দেখতে এসে আইনমন্ত্রী বলেন, জনগণের চাওয়ার প্রতিফলন ঘটাতেই হরতালবিরোধী আইন করা হবে৷ বর্তমানে জনগণ হরতালে সব রকম সহিংসতা বন্ধে আইনের দাবি জানাচ্ছে৷ এটা বন্ধে আমরা ইতোমধ্যে চিন্তা-ভাবনা শুরু করেছি৷
তিনি আরও বলেন, সহিংসতা বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনী তত্পর রয়েছে৷ যে কোনো সহিংসতা বন্ধে অনেকগুলো ধাপ আছে৷ যার প্রয়োগ করা হচ্ছে৷
কয়েকদিন আগে বোমা বানানোর সময় েেবশ কিছু যুবককে হাতেনাতে ধরা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে বিস্ফোরণ আইন, এন্টি টেরোরিজম অ্যাক্ট,স্পেশাল পাওয়ার অ্যাক্ট রয়েছে৷ কেউ যদি এসব আইনে অপরাধ করে, কিংবা সংগঠিত অপরাধ যদি একাধিক আইনে পড়ে তাদের বিরুদ্ধে সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে৷
এদিকে, দুপুর ১টার দিকে জাতীয় সেক্লাবে মানববন্ধন শেষে বাংলাদেশ জামিয়াতুল ওলামার চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দিন মাসুদের (কিশোরগঞ্জ শোলাকিয়া ইমাম) নেতৃত্বে প্রায় ৫০ জনের একটি প্রতিনিধি দল সহিংসতায় দগ্ধদের দেখতে ঢামেকে আসে৷
এ সময় সাংবাদিকদের ফরিদ উদ্দিন মাসুদ জানান, একটা মশাকেও এভাবে পুড়িয়ে মারার বিধান ইসলামে নেয়৷ রাজনৈতিক কারণে জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে৷ রাজনীতিবিদরা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করেন৷ সুতরাং সহিংসতার পথ ছেড়ে মানুষের কল্যাণে রাজনীতি করার আহ্বান জানান তিনি৷
এ সময় তিনি সহিংসতায় দগ্ধ হয়ে যারা মারা গেছেন, তাদের রূহের মাগফেরাত কামনা করেন৷ পাশাপাশি যারা দগ্ধ হয়ে চিকিত্সাধীন রয়েছেন তাদের দ্রুত আরোগ্যে কামনা করেন৷ এছাড়া দগ্ধদের আর্থিক সহযোগিতা শেষে বার্ন ইউনিটের সামনে উপস্থিত সকলকে নিয়ে মোনাজাতও করেন
এদিকে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আনত্মর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে ২০১৪ সালের ডিসেম্বর পর্যনত্ম মোট ১৫টি মামলার রায় ঘোষণা করা হয়েছে৷ তিনি বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পি’র এক প্রশ্নের জবাবে আরো বলেন, ট্রাইবু্যনালের দেয়া রায়ের বিরম্নদ্ধে সুপ্রীম কোর্টের আপীল বিভাগে দায়েরকৃত আপীলের সংখ্যা ১২টি৷জাতীয় পার্টির সদস্য সেলিম উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ পর্যনত্ম মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের সাথে সংশিস্নষ্ট ২৭ জনকে যুদ্ধাপরাধী হিসেবে সনাক্ত করে বিচারের আওতায় আনা হয়েছে৷সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে আপীল বিভাগে নবনিযুক্ত প্রধান বিচারপতিসহ ৭ জন বিচারক এবং হাইকোর্ট বিভাগে ৮৭ জন বিচারক রয়েছেন৷
আনিসুল হক বলেন, বিচারপতি নিয়োগের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া৷ মামলা জট কমানোর লক্ষ্যে সুপ্রীম কোর্টে নতুন বিচারপতি নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে৷