মুহিতpmmuhit

দৈনিকবার্তা- ঢাকা, ২৯ জানুয়ারি: এক সময় বলেছিলেন দুষ্টু বাজার,সেই পুঁজিবাজারকে এবার অত্যন্ত জটিল জায়গা বললেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷বাংলাদেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট (পিজিডিসিএম) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বৃহস্পতিবার তিনি বললেন, পুঁজিবাজারকে বোঝার জন্য ‘জ্ঞানের দরকার৷

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এই ডিপ্লোমা কোর্স চালু করেছে৷ অনুষ্ঠানে মুহিত ছিলেন প্রধান অতিথি৷তার মতে, বর্তমান সিকিউরিটি অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনই পুঁজিবাজার নিয়ন্ত্রণে সবচেয়ে সফল৷ এ কমিশন বাজারকে একটি স্বাভাবিক জায়গায় আনতে সক্ষম হয়েছে৷২০১০ সালের ভয়াবহ ধসের পর বাজার পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনতে চার বছর সময় লেগেছে৷ বর্তমান কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে বাজার পরিস্থিতি মোকাবেলা করেছে৷পুঁজিবাজার বুঝতে অতিরিক্ত বুদ্ধিমান হতে হয় মন্তব্য করে মুহিত বলেন, এই বুদ্ধিমান মানুষ তৈরির জন্যই পিজিডিসিএম কোর্স চালু করা হয়েছে৷ পুঁজিবাজারের স্বার্থে এই কোর্সের প্রয়োজন আছে৷

কোর কোর্স, ইন্টারমিডিয়েট কোর্স ও অ্যাডভান্সড’ কোর্স শিরোনামে আলাদা তিনটি ভাগ রাখা হয়েছে পিজিডিসিএমে৷ ডতিটি ভাগে থাকছে ৪টি করে বিষয়৷এ কোর্সে আসন সংখ্যা ৪৫৷ এর মধ্যে আইসিবি, আইসিএমএবি, আইসিএসবিসহ ক্যাপিটাল মার্কেট রেগুলেটর ও ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটরদের জন্য ২০ শতাংশ, অর্থাত্‍ নয়টি আসন বরাদ্দ থাকবে৷ আর ৩৬টি আসনে আসন বরাদ্দ হচ্ছে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে৷

স্নাতকোত্তর পর্যায়ের এই ডিপ্লোমা করতে ব্যয় হবে সব মিলিয়ে ৯৯ হাজার টাকা৷ ক্লাস চলবে সকাল ৯ থেকে ১২টা, দুপুর ১২টা থেকে বিকাল ৩টা ও বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা- তিন ভাগে৷

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন অনুষ্ঠানে বলেন, পিজিডিসিএম কোসের্র মাধ্যমে পুঁজিবাজার সম্পর্কে মৌলিক জ্ঞান’ অর্জন করা যাবে৷বিআইসিএম এর নির্বাহী সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান জোয়ারদার জানান, পুঁজিবাজারের উন্নয়নে অভিজ্ঞ ও দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে বিআইসিএম দুই সপ্তাহ থেকে ছয় সপ্তাহমেয়াদী ২৯টি সার্টিফিকেট কোর্সের অধীনে ৬০৪ জন এবং বিনা ফিতে প্রতিমাসে চার দিনের সচেতনতামূলক প্রশিক্ষণে ৩ হাজার ২৫১ জন বিনিয়োগকারীকে প্রশিক্ষণ দিয়েছেন৷

পুঁজিবাজার নিয়ে বিদ্যমান জ্ঞানের ঘাটতি পূরণে পিজিডিসিএম কোর্স একধাপ এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন৷বিএসইসির চার কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওসমান ইমাম ও পিজিডিসিএম কোর্সের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷