মণীষা কৈরালার সঙ্গে দেখা হতেই আবেগে ভাসলেন বলিউডের কিং খান শাহরুখ। দুজনে একসঙ্গে তিনটি ছবিতে অভিনয় করেছেন। শাহরুখ ও মণীষার সাক্ষাতের সেই আবেগঘণ মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়।
বিখ্যাত পরিচালক সঞ্জয় লিলা বানসালির পার্টিতে শাহরুখ ও মণীষার দেখা হয়। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তি উপলক্ষে এই পার্টির আয়োজন করেছিলেন বনসালি। শাহরুখ ও মণীষা ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, শ্রুতি হাসান, শ্রদ্ধা কপূর এবং প্রসূণ যোশীর মতো তারকাদের দেখা গেছে পার্টিতে।
উল্লেখ্য, ২০১২-তে গর্ভাশয়ে ক্যানসার ধরা পড়ে মণীষার। এই মারণ রোগ সারিয়ে ওঠার পর মণীষা রাজকুমার সন্তোষীর সিনেমার মাধ্যমে বলিউডে ক্যামব্যাক করতে যাচ্ছেন। বনসালির পার্টিতে শাহরুখ ও মণীষার যে ছবি ধরা পড়েছে তাতে দুজনকেই বেশ খুশি দেখা গেছে। সম্ভবত ক্যানসার সারিয়ে ওঠার পর এই প্রথম মণীষার সঙ্গে সাক্ষাৎ হলো কিং খানের।