নুরুল-ইসলাম-নাহিদ

দৈনিকবার্তা-ঢাকা, ২৮জানুয়ারি: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নির্ধারিত সময়েই এসএসসি পরীক্ষা শুরু হবে৷বুধবার সচিবালয়ে এসএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত এবং ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে এক সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদেও প্রশ্নের জবাবে একথা বলেন৷

নুরুল ইসলাম নাহিদ বলেন, আমরা অনুরোধ জানাচ্ছি, আল্লাহর দোহাই, খোদার দোহাই, মানবতার দোহাই, তারা (বিএনপি) দয়া করে আমাদের ছেলে-মেয়েদের পরীক্ষা নিশ্চিন্তে দেয়ার ব্যবস্থা করে দিন৷ অবরোধের মধ্যে নির্ধারিত সময়েই এসএসসি পরীক্ষা শুরু হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমরা অনুরোধ জানাচ্ছি, আল্লাহর দোহাই, খোদার দোহাই, মানবতার দোহাই, দয়া করে আমাদের ছেলে-মেয়েদের নিশ্চিন্তে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দিন৷ উল্লেখ যে, আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে৷ কিন্তু বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধও দেশ জুড়ে পালিত হচ্ছে৷  নির্ধারিত সময়ে পরীক্ষা হবে কী না- জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, দেখি তারা আমাদের ডাকে কি সাড়া দেন? তাদের জিজ্ঞাসা করেন, তারপর আমাদের বলেন৷ দয়া করে তারা কর্মসূচি বন্ধ রাখুক আমাদের ভবিষ্যত্‍ নষ্ট করবেন না৷

অবরোধ-হরতাল পরীক্ষায় নতুন বাধার সৃষ্টি হতে পারে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার্থী, অভিভাবক সবাই উদ্বিগ্ন, আমরাও উদ্বিগ্ন৷ বাস্তবে অবরোধ-হরতাল হচ্ছে না, হরতাল-অবরোধের নামে মানুষ পোড়ানো হচ্ছে৷সব দল-মত সবার কাছে আহ্বান, দয়া করে পরীক্ষার আগে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিন৷ ভীতি সৃষ্টিকারী, মানুষ হত্যাকারী কর্মসূচি বন্ধ করেন৷ পরীক্ষা যেন আমাদের ছেলেমেয়েরা নির্বিঘ্নে দিতে পারে৷ এসএসসি পরীক্ষার সমস্ত প্রস্তুতি রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রশ্ন ছাপানো থেকে শুরু করে যথাযথ ব্যবস্থা নিয়েছি৷ সম্ভাব্য যারা প্রশ্ন ফাঁস করতে পারেন তারা সবাই নজরদারিতে রয়েছে৷ পরীক্ষার আগে ফেসবুকমুখি না হওয়ার জন্য শিক্ষার্থী-অভিভাবকের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে৷ সভায় উপস্থিত পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ফেসবুক, বিজি প্রেস এবং কোচিং সেন্টার নজরদারি মধ্যে রয়েছে৷ প্রশ্ন বা এ ধরনের কোন বিভ্রান্তি সৃষ্টি করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে৷যথাসময়ে পরীক্ষার প্রশ্নপত্র বিজি প্রেস সরবরাহ করতে পারেনি বলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানালে শিক্ষামন্ত্রী বলেন, আজ-কালের মধ্যে প্রশ্ন পৌঁছে যাবে৷ সভায় শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, শিক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন৷