মোজাম্মেল হক চৌধুরী

দৈনিকবার্তা-ঢাকা, ২৮জানুয়ারি: যারা পেট্রোলবোমা হামলা করে মানুষ মারছেন তাদের দেখা মাত্র গুলির নির্দেশ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক৷তিনি বলেন, বিএনপি-জামাত জোট অবরোধ-হরতাল দিয়ে দেশের অর্থনীতির ক্ষতির করছে৷বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বোমা মেরে মানুষ হত্যা ও খালেদা জিয়ার প্রতিহিংসার রাজনীতি বন্ধের দাবিতে এক সমাবেশে তিনি এ কথা বলেন৷

এ সময পেট্রোলবোমা হামলায় সাধারণ মানুষ নিহত হওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ছাত্রদল ও যুবদলকে দায়ী করেন আকম মোজাম্মেল হক৷এ দুস্কৃতিকারীদের দমন আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি৷ আন্দোলনের নামে যারা নাশকতা করছে তাদের দেখামাত্রই গুলি করার জন্য প্রশাসনকে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক৷খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে যে আন্দোলন করছে তাতে জনগণের সমর্থন নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি আন্দোলনের নামে যারা নাশকতা করছে তাদের যেন দেখামাত্রই গুলি করা হয়৷

তিনি বলেন,নেশাগ্রস্ত, মানিলন্ডারিংয়ের দায়ে অভিযুক্ত কোকোর জন্য তার মা খালেদা আর্তনাদ করছেন৷ আর তিনি যে অবরোধ-হরতালের নামে মানুষ পুড়িয়ে মারছেন সেসব সন্তানের মায়ের আর্তনাদ কে শুনবে? মোজাম্মেল হক বলেন, অবরোধের মূল কারণ খালেদা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নন৷ দেশ যখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে তখন অর্থনীতিকে ধ্বংস করতে লাগাতার অবরোধের ডাক দিয়েছেন খালেদা৷হরতাল-অবরোধে নাশকতায় নিহতদের উদ্দেশে আগামী শুক্রবার সারা দেশে জুমার নামাজের পর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি৷সমাবেশে আরো উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এমএ করিম, অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ৷