হরতাল

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ জানুয়ারি: মহানগর বাদে ঢাকা জেলা এবং এর আশপাশের নয় জেলায় বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট৷ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের জ্যেষ্ঠ নেতাদের নামে মামলা, নির্যাতন এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে৷ বুধবার বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের বরাত দিয়ে বিএনপির চেয়াপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানান৷ঢাকা মহানগর এই হরতালের আওতামুক্ত থাকবে৷অন্য জেলাগুলো হলো গাজীপুর,নরসিংদী,মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নাটোর ৷এদিকে, নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার মামলার প্রতিবাদ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা বিএনপি৷

বুধবার দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক লিখিত বক্তব্যে হরতালের এ কর্মসূচি ঘোষণা করেন৷এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী গোলাম মোর্শেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন৷

এ সময় নেতারা বলেন, ছাত্রদলের দুই নেতাকে প্রকাশ্যে হত্যা করলেও ঘটনার ২৩ দিন পরেও কাউকে আটক করেনি পুলিশ৷ নাটোরে নিহত দুই ছাত্রদল নেতাদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা৷এছাড়া মঙ্গলবার ঢাকার মোহাম্মদপুরে বিএনপি নেতাদের সঙ্গে নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে দু’টি মামলায় আসামি করার কথা জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, দুলুকে রাজনৈতিক ভাবে হেনস্থা করতে এ মামলা করা হয়েছে৷অবিলম্বে এসব মামলা প্রত্যাহারসহ নেতাকর্মীদের আটক, গুম ও হত্যার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়৷