দৈনিকবার্তা- ঢাকা, ২৮ জানুয়ারি: সিরিয়ায় অন্তত দুটি রকেটবোমা ইসরায়েল অধীকৃত গোলান হাইটসে আঘাত হেনেছে। এর বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীও পাল্টা বোমা নিক্ষেপ করেছে সিরীয় সীমান্তবর্তী অঞ্চলে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র পিটার লার্নার বলেন, সিরিয়া থেকে উড়ে আসা এ রকেট বোমা গৃহযুদ্ধের কোন দুর্ঘটনা নয়। এটা সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে ইসরায়েলের দিকে নির্মিষ্ট করেই ছোড়া হয়েছে। ইসরায়েলি প্রশাসন গোলান হাইটস ও মাইন্ট হারমোন অঞ্চল থেকে লোকজন সরিয়ে নিয়ে যাচ্ছে।
ঐ এলাকায় মূলত ইসরয়েলি কৃষকদের অভিবাসন দেয়া হয়েছে। প্রশাসনের অনুরোধ তারা ফসলের মাঠ ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছেন। অপরদিকে ইসরায়েলি পুলিশ নির্দিষ্ট এলাকার মোড়ে মোড়ে তল্লাশি েেচৗকি স্থাপন করে সাধারণ মানুষকে আক্রান্ত স্থানে প্রবেশে বাধা প্রদান করছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোশে জালোন সিরিয়া থেকে আসা রকেট হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এর পেছনে লেবানেনের হিজবুল্লাহ-সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। তার ভাষ্য হিজবুল্লাহ সিরিয়ার বাশার আল আসাদের নির্ভরযোগ্য হাত হিসেবে কাজ করছে।