DSC_0166

দৈনিকবার্তা- নড়াইল , ২৭ জানুয়ারি : বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯০তম জন্মজয়নত্মী উপলৰ্যে নড়াইলে ২২ জানুয়ারি ২০১৫ থেকে শুরম্ন হয়েছে সপ্তাহব্যাপী সুলতান মেলা৷ নড়াইল সরকারি ভিক্টোরিয়া মহাবিদ্যালয়ের সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী৷ সপ্তাহব্যাপী এ মেলা আয়োজনে প্রতি বছরই থাকে গ্রামীন খেলা-ধুলা, চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠান, সেমিনার, স্বর্ণপদক প্রদান, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান৷ সুলতান মেলার উলেস্নখযোগ্য বিষয় সুলতান স্বর্ণপদক প্রদান৷ প্রতিবছর এ স্বর্ণপদকের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী৷

আগামীকাল ২৮ জানুয়ারি ২০১৫ বিকেল ৪টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া মহাবিদ্যালয়ের সুলতান মঞ্চ চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী বীরেণ শিকদার, এমপি৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য জনাব কবিরম্নল হক মুক্তি, নড়াইল ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, সংরৰিত মহিলা আসনের সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পপুলার লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী ও সরকারি ভিক্টোরিয়া মহাবিদ্যালয়ের অধ্যৰ প্রফেসর শেখ আনোয়ার হোসেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নড়াইলের জেলা প্রশাসক আঃ গাফ্ফার খান৷

এবছর সুলতান স্বর্ণ পদকের জন্য মনোনিত হয়েছেন আনত্মর্জাতিক খ্যাতিমান চিত্রশিল্পী কালিদাস কর্মকার৷ আগামীকাল ২৮ জানুয়ারি সুলতান মেলার সমাপনী অনুষ্ঠানে এ স্বণপদক প্রদান করা হবে৷ শিল্পী কালিদাস কর্মকার ১৯৪৬ সালের ১০ জানুয়ারি ফরিদপুর শহরের নিলটুলীতে জন্মগ্রহণ করেন৷ বাবা হীরালাল কর্মকার ও মাতা রাধারানী কর্মকার৷ শিল্পী কালিদাস কর্মকার চারম্নকলায় স্নাতক ডিগ্রী অর্জন করেছেন৷ দেশে-বিদেশে শিল্পীর চিত্র প্রদর্শনীর সংখ্যা ৭১টি৷ এছাড়া আনত্মর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণসহ অনেক সম্মাননা লাভ করেছেন ৷ ভারত, পোল্যান্ড, ফ্রান্স, জাপান ও আমেরিকাতে আধুনিক শিল্পের বিভিন্ন মাধ্যমে উচ্চতর ফেলোশিপ নিয়ে সমকালিন মাধ্যমে কাজ করেছেন৷ ১৯৭৬ সাল থেকে মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্স) শিল্পী হিসেবে দেশে-বিদেশে কাজ করে যাচ্ছেন শিল্পী কালিদাস কর্মকার৷