হানিফ

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ জানুয়ারি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সমাজে সন্ত্রাস ও সহিংসতা বন্ধে আলেম-ওলামাদের করণীয় যে দায়িত্ব রয়েছে, তা পালন করতে হবে৷তিনি বলেন, যারা দেশে সহিংসতা সৃষ্টি করছে, মানুষকে কষ্ট দিচ্ছে, তাদের কাছে ইসলামের মহান শিক্ষা নিয়ে যেতে হবে৷ ইসলামে সন্ত্রাস ও সহিংসতার কোন স্থান নেই৷ ইসলাম শানত্মির ধর্ম৷

সোমবার চট্টগ্রামে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স, দাওয়াতী ও শুকরিয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন৷

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল৷হানিফ বলেন, সরকার দেশের উন্নয়নে কাজ করছে৷ এরই ধারাবাহিকতায় আলেম-ওলামাদের জন্য বিভিন্ন উদ্যোগ হাতে নেয়া হয়েছে৷

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আলেম-ওলামাদের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিৰা কার্যক্রম প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে৷মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, প্রধানমন্ত্রীর কল্যাণে কোমলতি শিশুদের জন্য দ্বীনি ও নৈতিকতা শিক্ষা, পবিত্র কুরআন শিৰা তথা ইসলামের বুনিয়াদি শিৰা প্রদানের উদ্দেশ্যে আলেম-ওলামার মাধ্যমে দ্বীনি শিক্ষার প্রসার ও দাওয়াতভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে৷

তিনি বলেন, আলিয়া, কওমী আলেম-ওলামা ও হাফেজদের জন্য দ্বীনি শিক্ষা ও দাওয়াতভিত্তিক কর্মসংস্থানের সর্ববৃহত্‍ প্রকল্প হচ্ছে মসজিদ ভিত্তিক এই শিশু ও গণশিক্ষা কার্যক্রম৷

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জালালুদ্দীন আল-কাদরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাসির উদ্দিন, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আলেম-ওলামাবৃন্দ এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷

আজ মানিকগঞ্জ, নেত্রকোনা, মাদারিপুর, পটুয়াখালী, পাবনা, ঠাকুরগাঁও, নোয়াখালী, চট্টগ্রাম, হবিগঞ্জ ও সাতৰীরায় একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিৰা প্রকল্পের কার্যক্রম৷ এতে শিক্ষক ও কেয়ারটেকারদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স, দাওয়াতী ও শুকরিয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷উল্লেখ্য, ৭টি বিভাগের আওতায় জেলাসমূহকে ১০টি জোনে ভিভক্ত করে ইসলামিক ফাউন্ডেশন ৬৪ টি জেলায় পর্যায়ক্রমে দিনব্যাপী ওরিয়েন্টশন কোর্স, দাওয়াতী ও শুকরিয়া মাহফিল বাসত্মবায়ন করবে৷