1422266129

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ জানুয়ারি: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন,বিএনপি এমন একটি রাজনৈতিক দল-যে দলের নেতারা কাউকে সম্মান করতেও জানে না, নিতেও জানে না৷বিএনপিকে উদেশ্য করে তিনি বলেন, এমন একটি দলের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংলাপ হতে পারে না৷ সেজন্য তাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে৷

সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে বিএনপি-জামায়াত জোটের অবরোধ ও হরতালের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মায়া এসব কথা বলেন৷

জোটের চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও জোটের অন্তর্ভুক্ত ২২ টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ৷

মায়া বলেন, দেশের সংবিধান অনুয়ায়ী নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷তিনি বলেন, বিএনপি গত শনিবার তাদের দলীয় কার্যালয়ের দরজা বন্ধ রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে অশোভন আচরণ করেছেন- তা জাতির ইতিহাসে কালো ক্ষত হয়ে থাকবে৷

তিনি আরো বলেন, একটি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এ ধরনের অশোভন আচরণের মাধ্যমে বিএনপির আসল চেহারা বের হয়ে এসেছে৷মায়া বলেন, সারা দেশে বিএনপি-জামায়াতের দু’একটি নাশকতামূলক কর্মকাণ্ড ছাড়া কোনো রাজনৈতিক কর্মসূচি নেই৷ তাই তাদের হরতাল কর্মসূচি এবং অবরোধে দেশের মানুষ কোনো সাড়া দেয়নি৷

তিনি বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে৷ বিএনপি জামায়াতের এ কর্মসূচিতে জনজীবনে কোনো প্রভাব পড়েনি৷