বৃদ্ধা নিহত

দৈনিকবার্তাগাজীপুর, ২৬ জানুয়ারি: গাজীপুরে সোমবার ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা (৬৫) নিহত হয়েছে৷ তার পড়নে সবুজ-লাল রংেয়ের ছাপা শাড়ি এবং ছাই (এস) রংয়ের সোয়েটার রয়েছে৷ জয়দেবপুর জংশনে পুলিশ ফাড়ির এএসআই দাদন মিয়া জানান, ঢাকা-ময়মনসিংহ ট্রেন রম্নটের গাজীপুর মহানগরের ভূরম্নলিয়ার ময়লারটেক এলাকার একটি রেলক্রসিংয়ে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে জামালপুরগামী কমিউটার ট্রেনের সঙ্গে ওই বৃদ্ধার ধাক্কা লাগে৷ এতে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়৷ লাশ উদ্ধার করে ময়না তদনত্মের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷