দৈনিকবার্তা- ঢাকা, ২৬ জানুয়ারি: সোমবার দ্বিতীয় দিনেও কুটনীতিক, শীর্ষ ব্যবসায়ী ও জাতীয় দলের খেলোয়াড়রা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে গিয়ে তার ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক জানিয়েছেন৷ তারা শোকবইতে স্বাক্ষর করেন৷নিচ তলায় কালো কাপড় দিয়ে আচ্ছাদিত একটি টেবিলে কোকোর ছবি সম্বলিত আলোকচিত্র রাখা ছিলো৷ সেখানে রাখা শোক বই। কুটনীতিকরা এই শোক বইতে স্বাক্ষর করে তাদের শ্রদ্ধা নিবেদন করেন৷
সোমবার সুইডেন, তুরস্ক, স্পেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নরওয়ে, কুয়েত, ওমান, নেপাল, আরব আমিরাতের রাষ্ট্রদূত ও কুটনীতিকরা শোক জানাতে গুলশানের কার্যালয়ে আসেন৷ দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান কুটনীতিকদের অভ্যর্থনা জানান৷ এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, রুহুল আলম চৌধুরী, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও নির্বাহী কমিটির সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন৷
এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য টিআইএম ফজলে রাববী চৌধুরী, এসএমএম আলম, মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট শফিউদ্দিন ভুঁইয়া, সেলিম মাস্টার, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, মুসলিম লীগের চেয়ারম্যান এএইচএম কামরুজ্জামান খাঁন, হিন্দু মহাজোটের সম্পাদক অ্যাডভোকেট প্রতিভা বাচ্চী, সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া প্রমূখরা গুলশানের কার্যালয়ে এসে শোক বইতে স্বাক্ষর করে তাদের সমবেদনা প্রকাশ করেছেন৷
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক শফিকুল ইসলাম হীরা, আকরাম খাঁন, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাবেক ভাইস প্রেসিডেন্ট শাহ নুরুল কবির শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামসহ একদল খেলোয়াড় কোকোর শোকবইতে স্বাক্ষর করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷
আরাফাত রহমান কোকো ২০০১ সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপদেষ্টা কমিটির নির্বাহী সদস্য ও গেইম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন৷ এছাড়া মহাখালী ডিও্এইচএস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলেন৷
রাতে দেশের শীর্ষ ব্যবসায়ী ও উদ্যোক্তারা আরাফাত রহমান কোকোর প্রতি শ্রদ্ধা জানাতে গুলশানে কার্যালয়ে আসেন৷ তারা শোকবইতে স্বাক্ষর করেন৷ শীর্ষ ব্যবসায়ী নেতারা হলেন, মাহবুবুর রহমান, লতিফুর রহমান, মীর নাসির হোসেন, রোকেয়া আফজাল রহমা্ন, আনিসুল হক, তপন চৌধুরী, মোস্তফা গোলাম কুদ্দুস, একে আজাদ, আতিকুল ইসলাম, আসিফ ইবরাহিম, হোসেন খালেদ, আনোয়ারুল আলম পারভেজ, সৈয়দ নাসিম মঞ্জুর, মো. আজিম, এসএম মান্নান(কচি), হুমায়ুন রশীদ, এসএম ফজলুল হক, কামরান টি রহমান, আবুল কালামসহ ২২ জন নেতৃবৃন্দ ছিলেন৷ শনিবার দুপুরে সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো৷