Sadek-Hossain-Khoka

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ জানুয়ারি: খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃতু্যর জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা৷তিনি বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে অকালে ঝরে গেল কোকোর প্রাণ৷ এ মৃতু্যর দায় সরকার কখনো এড়াতে পারবে না৷ রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে কোকোর গায়েবানা জানাজায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন ঢাকার সাবেক মেয়র খোকা৷বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান ওসমান ফারুকও এ সময় উপস্থিত ছিলেন৷

বিএনপির কেন্দ্রীয় এই দুই নেতার আহ্বানে কোন্দলে বিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা চার ভাগে জ্যাকসন হাইটসের ডাইভঅরসিটি প্লাজায় এই গায়েবানা জানাজায় অংশ নিতে আসেন৷ এতে ইমামতি করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান৷ মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট৷ মোনাজাতে কোকোর আত্মার মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করা হয়৷মুদ্রা পাচারের মামলায় ছয় বছর কারাদণ্ডের সাজা নিয়ে মালয়েশিয়ায় পালিয়ে থাকা আরাফাত রহমান কোকো শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান৷ তার বয়স হয়েছিলো ৪৫ বছর৷

কোকোর মৃতু্যতে রোববার লন্ডনেও গায়েবানা জানাজার আয়োজন করে স্থানীয় বিএনপি, যাতে অংশ নেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান৷

কোকোর মৃতু্যর খবর আসার পর তার মা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে শনিবার রাতে তার গুলশানের কার্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ কিন্তু ফটক না খোলায় তাকে সেখান থেকেই ফিরে যেতে হয়, যা নিয়ে গত দুদিন ধরে বিভিন্ন মহলে সমালোচনা চলেছে৷গায়েবানা জানাজার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সাদেক হোসেন খোকা অভিযোগ করেন, রাজনৈতিক নির্যাতনের কারণেই কোকোর মৃতু্য হয়েছে৷

তিনি বলেন,রাজনীতির ধারেকাছেও ছিলেন না কোকো৷ তবুও সরকারের বহুমুখী ষড়যন্ত্রের মুখে ছিলেন৷ এমনি অবস্থায় তার মায়ের ওপর সরকারের অকথ্য আচরণে কোকো এতটাই ভেঙে পড়েন যে, এক পর্যায়ে তিনি মৃতু্যর কোলেই ঢলে পড়লেন৷

ওসমান ফারুক বলেন, অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করে লাভ নেই৷ বর্তমান সংকট নিয়ে বাস্তবসম্মত আলোচনা করতে হবে৷বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যে আন্দোলন করছে- এমন অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, প্রকৃত সত্য হচ্ছে, বিএনপি কখনো যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে কোনো কথা বলেনি৷

যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের মধ্যে আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, দেলোয়ার হোসেন, শরাফত হোসেন বাবু, জিল্লুর রহমান, আকতার হোসেন বাদল, গোলাম ফারুক শাহীন, কাজী আজম, এম এ বাতিন, আবু সাঈদ আহমেদ, পারভেজ সাজ্জাদ, আতাউর রহমান আতা, মাজহারুল হক জনি জানাজায় অংশ নেন৷এদিকে একই দিনে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ফুডকোর্টে কোকোর স্মরণে যুক্তরাষ্ট্র যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এক শোকসভা হয়৷এতে সভাপতিত্ব করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন,অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা৷