নানক

দৈনিকবার্তা- ঢাকা, ২৬ জানুয়ারি:  বিগত ২০০৪ সালে রাজধানীর শাহবাগে একটি দ্বিতল বাসে অগি্নসংযোগের ঘটনা নিয়ে কেউ মিথ্যাচার করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবলীগের সাবেক চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর কবির নানক৷

তিনি বলেন, যারা এ ধরনের কথা বলছেন৷ তাদেরকে সতর্ক করতে চাই৷ আমরা যারা টকশো করে বা টকশো সঞ্চালনা করে তাদের কাছেও আমাদের প্রমাণিত নথি-পত্র পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো৷ তারপর যদি কেউ এই মীমাংসিত বিষয় নিয়ে এই ঘটনাকে উদাহরণ হিসেবে উলেস্নখ করে কথা বলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থায় যাব৷

নানক সোমবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন৷২০০৪ সালে ৪ জুন আওয়ামী লীগের ডাকা হরতালের পূর্বরাতে শেরাটন হোটেলের সামনে দ্বিতল বিআরটিসিরি বাস পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সমর্থকদের সম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷

১১ বছর আগের ওই ঘটনাটি ইতিমধ্যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে আদালতে প্রমাণিত হয়েছে একথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর কবির নানক বলেন, সেই বিষয়ে নতুন করে মিথ্যাচার নিন্দনীয়৷ রাজনৈতিক হীন স্বার্থে কেউ যদি সেটাকে পুনঃমঞ্চস্থ করেন তাহলে তার বিরম্নদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুরন্নাহার লাইলী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সংসদের সদস্য এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী,এস এম কামাল,যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত প্রমুখ উপস্থিত ছিলেন৷