Pro-Russian+rebels

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: পূর্ব ইউক্রেইনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর মারিয়ুপোলে আক্রমণ শুরু করেছে দেশটির রুশপন্থি বিদ্রোহীরা৷ শনিবার বিদ্রোহীদের আক্রমণে অন্তত ৩০ জন নিহত ও ৮৩ জন আহত হয়েছেন বলে মারিয়ুপোল নগর প্রশাসন জানিয়েছে৷

বিদ্রোহীরা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জিআরএডি থেকে শহরটিতে রকেট নিক্ষেপ করছে বলে অভিযোগ করেছে নগর প্রশাসন৷আজভ সাগরের তীরে পাঁচ লাখ বাসিন্দার এই বন্দর শহরটি পূর্ব ইউক্রেইনের ইস্পাত ও শস্য রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ৷

বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর দোনেত্‍স্কে এক স্মরণানুষ্ঠানে বিদ্রোহী নেতা আলেকজান্দার জাখারচেনকো বলেছেন, আজকে মারিয়ুপোলে একটি আক্রমণ শুরু করা হয়েছে৷ এটিই হতে পারে আমাদের মৃতদের জন্য সবচেয়ে বড় মনুমেন্ট৷আগামী কয়েকদিনের মধ্যে বিদ্রোহীরা দোনেত্‍স্কের উত্তরপূর্ব দিকের দেবালত্‍সেভি টাউনও ঘিরে ফেলার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন জাখারচেনকো৷

বিদ্রোহীদের মারিয়ুপোল আক্রমণের খবরে রাগত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউক্রেইনীয় প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো৷এক বিবৃতিতে তিনি বলেছেন, আমরা শান্তির পক্ষে, কিন্তু আমরা শত্রুদের এই চ্যালেঞ্জ গ্রহণ করছি৷ আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করবো৷মারিয়ুপোলে বিদ্রোহী আক্রমণের মুখে পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রোববার ইউক্রেইনের নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছেন পোরোশেঙ্কো৷

গত শরতেও মারিয়ুপোল দখল করার জন্য আক্রমণ পরিচালনা করেছিল বিদ্রোহীরা৷ কিন্তু তার পরপরই বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে একটি অস্ত্রবিরতি শুরু হলে আক্রমণ বন্ধ করে বিদ্রোহীরা৷বিদ্রোহীরা রাশিয়া থেকে ক্রিমিয়া পর্যন্ত একটি সড়ক প্রতিষ্ঠা করতে চায়, এমন সম্ভাবনায় শঙ্কিত বোধ করছে পোরোশেঙ্কো সরকার ৷