দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: মালয়েশিয়া থেকে আরাফাত রহমান কোকোর লাশ মঙ্গলবার ঢাকায় আসবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে৷বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর লাশ মঙ্গলবার দেশে আনা হচ্ছে৷কোকোর লাশ বাংলাদেশে আনার জন্য মঙ্গলবার সকালের ফ্লাইটে টিকিট কাটা হয়েছে বলে বিএনপির মালয়েশিয়া শাখার সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ জানিয়েছেন৷এদিকে, রোববার দুপুরে মালয়েশিয়ার জাতীয় মসজিদ কুয়ালালামপুরের মসজিদে নাগারায় তার জানাজা অনুষ্ঠিত হয়৷ বহু মানুষ এতে অংশ নেন৷ জানাজার পর কোকোর লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে৷ বেগম খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার ও কোকোর দুই ফুফা লাশ দেশে আনতে এরই মধ্যে মালয়েশিয়ার পথে রয়েছেন৷ মঙ্গলবার দুপুরের দিকে কোকোর লাশ দেশে আসার কথা রয়েছে৷একটি সূত্র জানায়, আরাফাত রহমান কোকোর লাশ বনানী কবরস্থানে দাফন করা হতে পারে৷
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস রোববার বিকালে সাংবাদিকদের একথা জানিয়েছেন৷মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকায় লাশ আনার পর বাদ আসর প্রথম জানাজা হবে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে৷ পরদিন সারাদেশে হবে গায়েবানা জানাজা৷
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দলীয় চেয়ারপারসনের ছেলের মৃতু্যতে সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে৷ এই সময়ে দলীয় সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবে৷এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের শোক কর্মসূচি পালনের জন্য দলের পক্ষ থেকে আহবান জানানো হয়৷এদিকে আরাফাত কোকোর দাফন প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করতে বিএনপির স্থায়ী কমিটির নেতাদের জরুরি বৈঠকে রোববার সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে ডেকেছেন খালেদা জিয়া৷গুলশানে খালেদার কার্যালয়ের ফটকের সামনে আরাফাত কোকোর স্মরণে একটি শোকবই রাখা হয়েছে৷
শনিবার দুপুরে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত কোকো৷ তার বয়স হয়েছিল ৪৫ বছর৷মরদেহ আনতে ইতোমধ্যে মালয়েশিয়া গেছেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারসহ কয়েকজন স্বজন ও বিএনপির নেতারা৷
মালয়েশিয়ার কেন্দ্রীয় মসজিদ নাগারায় রোববার জোহরের নামাজের পর আরাফাত কোকোর জানাজা হয়৷ পেনাং, পুত্রজায়া, জোহোর বারু, গ্যানটিং হাইল্যান্ডস, ক্যামেরন হাইল্যান্ডস, বুকিত বিন তানসহ বিভিন্ন স্থান থেকে প্রবাসী বিএনপি নেতা-কর্মীরা জানাজায় অংশ নেন৷ পরে তারা কোকোর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতারা ইতোমধ্যে জানিয়েছেন, তারা বিএনপি চেয়ারপারসনের ছেলের জানাজায় অংশ নেবেন৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাতে ছেলেহারা খালেদা জিয়াকে সান্ত্বনা জানাতে তার গুলশানের কার্যালয়ে গিয়েছিলেন৷ তবে ফটক বন্ধ থাকায় তিনি ঢুকতে পারেননি৷এনিয়ে সমালোচনার মধ্যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ায় তাকে তখন ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল৷ তবে খালেদা জিয়া জেগে খবর শুনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন৷ অর্থপাচারের মামলায় বাংলাদেশের আদালতে ছয় বছর কারাদণ্ডপ্রাপ্ত কোকো স্ত্রী ও দুই মেয়ে নিয়ে কুয়ালালামপুরে একটি বাড়ি ভাড়া করে থাকছিলেন বলে বিএনপি নেতারা জানান৷বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার আরাফাত ২০০৮ সালের ১৭ জুলাই তখনকার কর্তৃপক্ষের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে চিকিত্সার জন্য থাইল্যান্ডে যান৷ সেখান থেকে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান৷ এরপর মুদ্রা পাচারের একটি মামলায় ২০১১ সালে ২৩ জুন আরাফতকে ছয় বছরের কারাদণ্ড দেয় আদালত; সেই সঙ্গে তাকে ১৯ কোটি টাকা জরিমানা করা হয়৷ তবে বিএনপির দাবি, এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷