দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: বহুল প্রতীক্ষিত পরমাণু চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাষ্ট্র৷ রোববার বিকেলে নয়াদিলি্লর হায়দরাবাদ হাউস গার্ডেনে এ চুক্তিতে সই করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷হায়দরাবাদ হাউসের গার্ডেনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এএফপিএনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, বেলা সোয়া ৩টার দিকে হায়দরাবাদ হাউসে মোদি ও ওবামার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়৷ এরই মধ্যে এ দুই সরকারপ্রধান ২০০৮ বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি (টু থাউজেন্ড এইট সিভিল নিউক্লিয়ার কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট) সই করেন৷
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, \’ছয় বছর পর আমরা একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছি৷ আমরা বাণিজ্যিক স্বচ্ছলতার দিকেই এগিয়ে যাচ্ছি৷\’ যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষরকে স্বাভাবিক বৈশ্বিক অংশিদারিত্ব\’ বলেও অভিহিত করেন মোদি৷হিন্দি ভাষায় চলে সাথ সাথ (আসুন একসাথে চলি) বলার মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷
দুজনের এ একসাথে চলা সম্পর্কে মোদী বলেন, বারাক এবং আমি বন্ধু৷ আমরা ফোনে কথা বলি, কৌতুক করি৷ আমাদের বন্ধুত্বই আমাদের দেশ ও জনগণকে একে অপরের কাছে নিয়ে এসেছে৷আলোচনায় পরমাণু চুক্তির পথে বাধা দূর করে বেসামরিক পরমাণু বাণিজ্য চুক্তি সই করতে পেরেছেন দুই নেতা৷ পরমাণু উপকরণ সরবরাহ এবং পরমাণু দুর্ঘটনার ক্ষেত্রে সরবরাহকারীদের দায়বদ্ধতার বিষয়টি নিয়ে দুপক্ষে মতপাথর্র্ক দূর হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি৷
পরবর্তীতে একটি যৌথ প্রেস ব্রিফিংয়ে পারমাণু চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ওবামা ও মোদি৷ ওবামা এরই মধ্যে উল্লেখযোগ্য এ অগ্রগতির কথা জানিয়ে বলেছেন, দু’দেশ বেসামরিক পরমাণু জ্বালানি চুক্তি পুরোপুরি বাস্তবায়নের পথেই এগুচ্ছে৷পরমাণু চুক্তি ছাড়াও আরো বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই করেছেন ওবামা ও মোদী৷ এর মধ্যে রয়েছে জলবায়ু, নবায়নযোগ্য জ্বালানি ও প্রতিরক্ষা বিষয়ক কিছু চুক্তি৷জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সদস্যপদদের জন্যও ভারতকে সমর্থন দিয়েছেন ওবামা৷ তিনি বলেন, শান্তিরক্ষায় নেতৃস্থানীয় দেশ হিসাবে ভারতের ভূমিকাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়৷
রোববার সকাল ১০টায় সস্ত্রীক তিনদিনের সফরে ভারতে যান ওবামা৷ ২১ টি তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় তাকে৷ দেয়া হয় গার্ড অব অনার৷
সোমবার দিলি্লর রাজপথে আয়োজিত ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে টওধান অতিথি হবেন৷ পরে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট প্রণবের পারিবারিক সম্বর্ধনায় যোগ দিবেন৷বিকেলে ওবামা ও মোদি যুক্তরাষ্ট্র-ভারত ব্যবসায়ীক সম্মেলনে উপস্থিত থাকবেন ও ভাষণ দিবেন৷২৭ জানুয়ারি, মঙ্গলবার ওবামার সিরি ফোর্ট অডিটোরিয়ামে ভাষণ দেয়ার কথা রয়েছে৷
প্রয়াত সৌদি বাদশা আবদুল্লাহর প্রতি শ্রদ্ধা ও নতুন বাদশা সালমানের সঙ্গে সাক্ষাত্ করতে ভারত সফর কিছুটা সংক্ষিপ্ত করে ওবামা সৌদি আরবে যাবেন৷এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতে সরবরাহ করা পরমাণু উপাদান পর্যবেক্ষণে রাখার দাবি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র৷ ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এ দাবিকে \’অনধিকার চর্চা\’ বলে উল্লেখ করা হয়েছিল৷তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার সকালে সস্ত্রীক ভারত পৌঁছান বারাক ওবামা৷ বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ওবামার সফরকে কেন্দ্র করে দিলি্লজুড়ে নেয়া হয়েছে অভূতপূর্ব নিরাপত্তা৷
এরপর নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে ওবামা ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন রাষ্ট্রপতি ভবনে পৌঁছান৷ সেখানে ২১বার তোপধ্বনির মাধ্যমে ওবামাকে স্বাগত জানানো হয়৷ বিকেলে নয়াদিলি্লর রাজঘাটে স্থাপিত মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ওবামা৷সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা মার্কিন প্রেসিডেন্টের৷