দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, শাসক শ্রেণির দুই দল ও জোটের মধ্যে ক্ষমতার কাড়াকাড়িতে দেশের মানুষ আজ আক্রানত্ম, চরম নিরাপত্তাহীন এবং হামলা ও হুমকির মধ্যে৷ বিএনপি-জামাতের হরতাল-অবরোধে সারাদেশে আগুন জ্বলছে৷ পেট্রলবোমা, গুলি, ককটেলে মানুষ মারা যাচ্ছে৷ সরকার রাজনৈতিক সংকটের সমাধান রাজনৈতিকভাবে না করে পুলিশ দিয়ে সমাধান করতে চাইছে৷ বর্তমান অরাজক-অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সরকার মূল্য বৃদ্ধির নতুন বোমা জনগণের ওপর নিৰেপ করছে৷ একদিকে গুলি-বোমায় মানুষের জীবন যাচ্ছে৷ অপরদিকে মূল্য বৃদ্ধির বোমা দিয়ে মানুষ মারার আয়োজন চলছে৷
গ্যাস-বিদু্যতের মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে রোবাবর সকালে এনার্জি রেগুলেটরি কমিশনের (ইআরসি) সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত অবস্থান কর্মসূচিতে সিপিবি’র সভাপতি কমরেড সেলিম এসব কথা বলেন৷ অবস্থান কর্মসূচি চলাকালে সমাবেশে আরও বক্তব্য রাখেন বাসদ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, জাহেদুল হক মিলু, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান শামীম, সিপিবি’র ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রম্নবেল, বাসদ নেতা আব্দুর রাজ্জাক, খালেকুজ্জামান লিপন, যুবনেতা কাফি রতন, ছাত্রনেতা হাসান তারেক ও ইমরান হাবিব রম্নমন৷ সমাবেশ পরিচালনা করেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন৷
কমরেড সেলিম আরও বলেন, সরকারের মন্ত্রী-এমপি’দের জন্য যদি ট্যাঙ্ ফ্রি গাড়ি আমদানি করা যায়, তাহলে বিদু্যতকে কেন ট্যাঙ্ ফ্রি করা যাবে না? সরকার প্রকৃতপৰে বিশ্বব্যাংক-আইএমএফ ও লুটেরাদের স্বার্থ রক্ষা করছে৷ জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি সরকারের নূ্যনতম দায় নেই৷ সরকারের সরকার জনগণের স্বার্থের বিরম্নদ্ধে দাঁড়িয়েছে৷
কমরেড সেলিম সরকারকে হুঁশিয়ার করে বলেন, মূল্য বৃদ্ধির ক্ষেত্রে সরকার যদি আর এক পা অগ্রসর হয়, তাহলে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে৷ যে কোন মূল্যে গ্যাস-বিদু্যতের মূল্য বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধানত্ম রম্নখে দেওয়া হবে৷ মূল্য বৃদ্ধির ফলে উদ্ভূত যে কোন পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে৷ জনগণ ঐক্যবদ্ধভাবে মূল্য বৃদ্ধি প্রতিহত করবে৷ জনগণের প্রতিরোধের জন্য সরকারকে প্রস্তুত থাকতে হবে৷