kamrul20150124170940

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সারা পৃথিবীতে যে ভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় বাংলাদেশেও সে ভাবে সন্ত্রাসীদের নির্মূল করা হবে৷তিনি বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের নির্মূলে সারা পৃথিবীতে যে আচরণ করা হয় বাংলাদেশে যারা সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকান্ড করছে তাদের বিরম্নদ্ধে সেই আচরণ করা হচ্ছে এবং করা হবে৷ কথা পরিষ্কার এদের নির্মূল করা ছাড়া কোনো পথ নেই৷

কামরুল ইসলাম শনিবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের এক সভায় এ কথা বলেন৷ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবুল হোসাইনের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দূযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সহ-সভাপতি মুকুল চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির পলিটবু্যরর সদস্য কামরূল আহসান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ বক্তব্য রাখেন৷

কামরুল ইসলাম বলেন, আজকে দেশবাসীর পিঠ দেয়ালে ঠেকে গেছে৷ এই সকল সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা নেই৷ তারা জোর করে, মানুষ হত্যা করে দাবি আদায় করতে চায়৷ এটা মেনে নেয়া যায় না৷সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের প্রতি আহ্বান জানাব এই সন্ত্রাস বন্ধ করুন, মানুষ হত্যা বন্ধ করম্নন৷ তাহলে আপনাদের সঙ্গে কথা হলেও হতে পারে৷ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে কামরম্নল ইসলাম বলেন, যাত্রাবাড়ীতে যে ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা জানা নেই৷ আমার মনে হয় এর পরে দেশবাসি ঘুরে দাড়াবে৷

যারা বোমা মারে তাদেরকে প্রতিরোধ করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি পাকিসত্মানের স্যাডো দল৷ আইএসের নতুন সংস্করণ৷ খালেদা জিয়ার এর নেত্রী ও তারেক রহমান এর মূল নেতা৷ বিদেশে বসে সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী কার্যকলাপ করছে৷ তাই এই সন্ত্রাসীদেও বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে৷

মায়া বলেন, ৭১-ইয়াহিয়া ও ১৫ সালে খালেদা মানুষ হত্যা করছে৷ মানুষ হত্যা করে খালেদা জিয়া ডাইনী রূপ ধারণ করেছে৷ এই ডাইনীকে জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি থেকে চিরদিনের জন্য বিদায় করতে হবে৷সভার শুরতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সাবেক সদস্য ডা. মোহাম্মদ সেলিম ও গণঅভূত্থানে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়৷