nasim-24-01-15

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়ে সাধারণ মানুষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃতু্যর সঙ্গে লড়ছে ৷তিনি বলেন, খালেদা জিয়া নিজেকে গণতান্ত্রিক নেত্রী হিসেবে দাবি করলেও বর্তমানে সন্ত্রাসের নেত্রীতে পরিণত হয়েছেন৷ তিনি জঙ্গি ও সন্ত্রাসীদের দিয়ে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছেন৷ এই মানুষ হত্যার জন্য বেগম জিয়াই দায়ী৷

নাসিম শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অবরোধে আগুনে দগ্ধদের চিকিত্‍সার খোঁজ-খবর নেন৷ পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন৷স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে যেসব নাশকতার ঘটনা ঘটছে, সেগুলো বিচ্ছিন্ন ও স্বাভাবিক ঘটনা৷ বিশ্বের অনেক দেশেই এ ধরনের ঘটনা ঘটে৷ সরকার এ ধরনের ঘটনা বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে৷ বিশেষ করে বোমাবাজদের গ্রেপ্তারে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে৷

মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া নিজেকে গণতান্ত্রিক নেত্রী বলে দাবি করলেও তিনি সন্ত্রাসের নেত্রীতে পরিণত হয়েছেন৷ দেশের জনগণ চায়- যারা সহিংসতা চালাচ্ছেন তাদের বিরম্নদ্ধে ব্যবস্থা নেয়া হোক৷সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ নয়- একথা উল্লেখ করে তিনি বলেন, এখন হঠাত্‍ করে চোরাগোপ্তা হামলা হচ্ছে৷ হামলাকারীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷এরইমধ্যে নাশকতা তৈরির রসদসহ অনেককে গ্রেপ্তারও করা হয়েছে৷

রোগীর স্বজন ছাড়া অন্য কাউকে বার্ন ইউনিটে না যাওয়ার অনুরোধ জানিয়ে নাসিম বলেন, অবরোধের আগুনে যারা দগ্ধ হয়েছেন, তাদের খোঁজ নিতে হলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করম্নন৷ তাদের সাহায্য করতে চাইলে করম্নন, কিন্তু দর্শনার্থী হয়ে ভিড় করবেন না৷ কারণ দর্শনার্থীদের ভিড়ে চিকিত্‍সকদের সমস্যা হয় এবং রোগীদের কষ্ট হয়৷ রোগীদের সুচিকিত্‍সার স্বার্থে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদেরও হাসপাতালে ভিড় না করার পরামর্শ দেন তিনি৷স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আহতদের সর্বাত্মক চিকিত্‍সাসেবা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি৷

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা চূড়ান্তভাবে পরাজিত হবে৷ তাদের প্রতিহত করার ব্যাপারে জনগণের সমর্থন রয়েছে৷ একের পর এক নাশকতা কেন ঘটছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার ব্যর্থ নয়৷ সন্ত্রাসীদের প্রতিরোধে সরকার ব্যবস্থা নিচ্ছে৷খালেদা জিয়ার উদ্দেশে মন্ত্রী বলেন, এটুকু বলতে চাই, যিনি নিজেকে গণতান্ত্রিক নেত্রী দাবি করতেন, তিনি সন্ত্রাসী নেত্রীতে পরিণত হয়েছেন৷ যিনি ঘরে বসে এ ধরনের নির্দেশ দিচ্ছেন, সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে৷