24-1422093267-obama

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানের সম্মানিত অতিথি তিনদিনের সফরে আগামীকাল ভারত পেঁৗছবেন৷ তবে তার আগ্রা সফর বাতিল করা হয়েছে৷আগ্রার ডিএম পঙ্কজ কুমার বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সকালে আমাদের জানিয়েছে যে, ওবামা আগ্রা সফরে যাবেন না৷ওবামা সৌদি বাদশাহ আবদুল্লাহর মৃতু্যতে শোক জানাতে সৌদি আরব যাওয়ার জন্য তার সফর সংক্ষিপ্ত করছেন৷ওবামার ২৭ জানুয়ারি স্ত্রী মিশেল ওবামাকে সঙ্গে নিয়ে আগ্রা সফরের কথা ছিলো৷ আগ্রায় তাদের তাজমহল পরিদর্শন এবং এক ঘন্টা সময় অবস্থান করার কথা ছিলো৷মার্কিন প্রেসিডেন্ট তিনদিনের ভারত সফরের উদ্দেশ্যে আজ যুক্তরাষ্ট্র ছাড়বেন৷

হোয়াইট হাউস জানায়, ফার্স্ট লেডি মিশেল ওবামা ও একটি প্রতিনিধিদল ওবামার সফরসঙ্গী হবে৷প্রতিনিধিদলে শীর্ষ মার্কিন কর্মকর্তারা থাকবেন৷ আগামীকাল সকাল ১০টায় নয়াদিলস্নীর পালাম বিমান বন্দরে ওবামার বিমান এয়ার ফোর্স ওয়ান অবতরণ করবে৷মার্কিন প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন৷এরপর ওবামা রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন এবং সেখানে একটি বৃক্ষ রোপন অনুষ্ঠানে অংশ নেবেন৷

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন বলেন, ওবামা বিকেলে হায়দরাবাদ হাউসে মোদির সঙ্গে এক মধ্যাহ্ন ভোজে (ওয়ার্কিং লাঞ্চে) যোগ দেবেন৷ এরপর দুই নেতা একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন৷সন্ধ্যায় ওবামা দূতাবাস কর্মকর্তা ও তাদের পরিবারবর্গের সঙ্গে দেখা করবেন৷ এরপর রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দিতে তাকে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হবে৷

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানমালায় যোগ দেবেন৷ বিকেলে ওবামা ও মোদি একটি সিইও ফোরাম গোলটেবিল বৈঠকে যোগ দেবেন এবং একটি মার্কিন-ভারত ব্যবসায়ী সম্মেলনে বক্তৃতা করবেন৷মঙ্গলবার ওবামা ও মোদি অল ইন্ডিয়া রেডিও’র ‘মন কি বাত’ অনুষ্ঠানে যৌথভাবে জাতির উদ্দেশে ভাষণ দেবেন৷ওবামা সিরি ফোর্ট অডিটোরিয়ামেও একটি বক্তৃতা করবেন৷