Thakurgoano chatal pic-1

দৈনিকবার্তা- ঠাকুরগাঁও, ২৪ জানুয়ারি: লাগাতার অবরোধের কারণে খাদ্যে উদ্বৃত্ত ও চালকল সমৃদ্ধ ঠাকুরগাঁওয়ে জেলার চালকল মালিকরা উত্‍পাদিত চাল বিক্রি করতে না পারায় লোকসানের মুখে পড়েছেন৷ আর এ চাতাল শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা ও চাল পরিবহনের চালক এবং শ্রমিকরা পড়েছেন বিপাকে৷ তারা বেকার বসে অলস সময় কাটাচ্ছেন৷ চাতাল এবং চালকল সমৃদ্ধ ঠাকুরগাঁও জেলায় ১৩ শ’ টি রাইস মিল রয়েছে৷ এ শিল্পের সঙ্গে জড়িত রয়েছে প্রায় ১০ হাজার শ্রমিক৷

জেলার বিভিন্ন প্রানত্ম থেকে প্রতিদিন এসব মিলের জন্য হাজার মণ ধান সংগ্রহ করে ঠাকুরগাঁওয়ে আনা হয়৷ জেলার রাইস মিলগুলোতে উত্‍পাদিত চাল ঢাকাসহ দেশের বিভিন্ন প্রানত্মে টাকে সরবরাহ করা হয়ে থাকে৷ ঠাকুরগাঁও থেকে গড়ে প্রতিদিন ৫০ থেকে ৭০টি চাল ভর্তি ট্রাক ঠাকুরগাঁও ছেড়ে যেত৷ কিন্তু লাগাতার অবরোধের কারণে ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় ধান-চাল আনা-নেয়া করা যাচ্ছে না৷ ঠাকুরগাঁও থেকে চাল সরবরাহ বন্ধ থাকায় দৈনিক অর্ধ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে মিল মালিকদের৷ আর এ কারণে ব্যাংক লোনের সুদ ও কর্মচারীদের বেতন দেয়াসহ ইত্যাদি বিষয় নিয়ে চালকল মালিকরা দুশ্চিনত্মায় রয়েছেন৷ মিলগুলোর গুদামে উত্‍পাদিত অবিক্রীত চালের পাহাড় জমে গেছে৷ চাল বিক্রি করতে না পেরে চালকল মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন৷ মাঠ পর্যায়ে কেনা ধান পরিবহন করে সংশিস্নষ্ট মিলগুলোতে আনতে না পারায় এরই মধ্যে অনেক রাইস মিল বন্ধ হয়ে গেছে৷

এ অবস্থা অব্যাহত থাকলে বাকিগুলোও বন্ধ হয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে৷ আর এ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা কাজ না পেয়ে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে৷ সেইসঙ্গে চাল পরিবহনে জড়িত ট্রাক চালক ও শ্রমিকরা ভয়ে তাদের গাড়ি রাসত্মায় বের করতে না পেরে অলস সময় কাটাচ্ছেন৷ জেলার চাতাল ও চালকলগুলোতে কর্মচাঞ্চলতা আর আগের মতো নেই৷ লাগাতার অবরোধের কারণে চাতাল ও চালকল শিল্পে অচলাবস্থার সৃষ্টি এবং অর্থনীতির চাকা গতিহীন হয়ে পড়ায় চালকল মালিক, চাতাল শ্রমিক, পরিবহন চালক এবং শ্রমিকদের মধ্যে তীব্র অসসত্মোষ বিরাজ করছে৷

জয়নাল আবেদীন নামে এক রাইস মিল মালিক বলেন, অবরোধ ও হরতালের জন্য আমাদের ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে৷ আমরা মাল প্রডাক্টশন করছি, কিন্তু অবরোধের কারণে মাল পাঠাতে পারছি না৷ আমাদের মিল চলার জন্য যে পরিমাণ ধান দরকার সে পারিমাণ ধান বাইরে থেকে আনতে পারছি না৷ বাংলাদেশ অটো মেজর এন্ড হাস্কিং মিল মালিক সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রাজু জানান, অবরোধ আর হরতালে পরে লোকসান গুনছে সবাই৷ শানত্মি শৃংখলা ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহবান৷