suranjit-new

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জানুয়ারি: বিএনপির দলীয় বৈশিষ্ট্য পাল্টে গেছে উল্লেখ করে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়া এখন আর জাতীয়তাবাদী নেত্রী নন৷ বি`এনপি চেয়ারপারসন এখন সন্ত্রাসীদের নেত্রী বলেও অভিযোগ করেন তিনি৷শুক্রবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি৷

সুরঞ্জিত বলেন, গণতন্ত্র মানে মুক্তিযুদ্ধের চেতনা৷ গণতন্ত্র, সংবিধান সমুন্নত রাখার ক্ষেত্রে কোনো আপস হবে না৷সন্ত্রাসী আন্দোলনের জন্য মূল হুকুমকারী খালেদা জিয়া এতে কোনো সন্দেহ নাই্ত এমন মন্তব্য করে তিনি বলেন, বিশ্ব শেখ হাসিনার পাশে, খালেদা জিয়ার পাশে নেই৷আন্দোলনের নামে নাশকতা চালাচ্ছে বিএনপি৷ সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সুরঞ্জিত৷দেশে এখন সন্ত্রাস বনাম গণতন্ত্রের লড়াই চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত৷

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশের রাজনীতি বর্তমানে কঠিন সময় পার করছে৷ কারণ দেশে এখন সন্ত্রাস বনাম গণতন্ত্রের লড়াই চলছে৷ ফলে স্পষ্টভাবে জাতি একদিকে অন্যদিকে সন্ত্রাস৷ কিন্তু গণতন্ত্র ও সংবিধানের প্রশ্নে আওয়ামী লীগ কারো সঙ্গে আপস করবে না৷আগামী এক সপ্তাহের মধ্যে দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে মন্তব্য করে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, জনগণের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব৷ সরকারকে এ দায়িত্ব পালন করতে হবে৷খালেদাকে সন্ত্রাসের রানী আখ্যা দিয়ে সুরঞ্জিত বলেন, দেশের সব সহিংসতার হুকুমদাতা খালেদা জিয়া৷ বিএনপির বৈশিষ্ট্য পাল্টে গেছে৷ খালেদা এখন আর জাতীয়তাবাদী নেত্রী নন৷ তিনি এখন মোল্লা ওমরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন৷বঙ্গবন্ধু একাডেমির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য হাজী মো. সেলিম৷