দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জানুয়ারি: জাতীয় সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ৷ ফাইল ছবিআগামী কয়েক দিনের মধ্যে একটি সুষ্ঠু সমাধান বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ৷ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অবরোধ, হরতালে অগি্নদগ্ধ মানুষকে দেখতে যান রওশন এরশাদ৷ এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন৷
অগি্নদগ্ধ মানুষদের পাশে আধঘন্টা থাকেন রওশন এরশাদ৷ সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বিএনপির উদ্দেশে বলেন, জনগণকে রাজনৈতিক প্রতিপক্ষ বানাবেন না৷ হরতাল, অবরোধের নামে বোমা মেরে মানুষ হত্যা করা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না৷
সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধের ১৮তম দিন আজ৷ ৪ জানুয়ারি থেকে দুপুর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় সারা দেশে নিহত হয়েছেন ৩৩ জন৷ তাঁদের মধ্যে পেট্রলবোমা ও আগুনে পুড়ে মারা গেছেন ১৭ জন৷ অগি্নদগ্ধ অনেক মানুষ চিকিত্সাধীন রয়েছেন৷ ৬৭২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে ও ভাঙচুর চালানো হয়েছে৷
আগামী দুই-এক দিনের মধ্যে একটি সুষ্ঠু সমাধান বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ৷তিনি বলেন, হরতাল, অবরোধের নামে বোমা মেরে মানুষ হত্যা করা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না৷জনগণকে রাজনৈতিক প্রতিপক্ষ না বানাতে বিএনপির প্রতি আহ্বান জানান রওশন এরশাদ৷