jgak3l2s-e1404898310169

দৈনিকবার্তা-ঢাকা, ২২ জানুয়ারি: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলসমূহকে সংলাপে বসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে বৃহস্পতিবার একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে৷হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ৷

আবেদনকারী ইউনুছ আলী আকন্দ এ কথা বলেন৷ তিনি বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় এবং দেশে রাজনৈতিক স্থিতিশীলতার লক্ষ্যে জনস্বার্থে রিটটি করা হয়েছে৷ সংবিধানে দেয়া অধিকার অনুযায়ি তিনি এ আবেদন করেন৷বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোসত্মফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে আগামী রোববার রিটটি উপস্থাপন করা হবে বলে ইউনুছ আলী আকন্দ জানান৷

১৪ দলীয় জোটের নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সভানেত্রী ও ২০ দলীয় জোটের নেতৃত্বদানকারী বিএনপি চেয়ারপার্সন, মন্ত্রি পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কে রিটে রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়েছে৷

এর আগে ২০১৩ সালে একই আইনজীবীর আনা একই ধরনের একটি রিট আবেদনে দুই জোটের শীর্ষ দুই নেত্রীকে সংলাপে বসার বিষয়ে রুল জারি করেছিলো হাইকোর্ট৷ পরে ওই রিট পিটিশন খারিজ হয়ে যায়৷