দৈনিকবার্তা-ঢাকা, ২২ জানুয়ারি: বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী লাগাতার অবরোধের পাশাপাশি ঢাকা মহানগরীসহ খুলনা ও ঢাকা বিভাগে বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টার হরতালে রাজধানী সহ সারাদেশে স্বাভাবিক দিনের মতোই যানবাহন চলাচল করেছে৷দু’একটি বিচিছন্ন ঘটনা ছাড়া রাজধানী ঢাকাসহ সারাদেশে এ হরতাল ও অবরোধ জনজীবনে প্রভাব ফেলেনি৷এ দুই বিভাগের জেলাসমূহে ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে এই হরতাল আহ্বান করা হয় বলে বিএনপি দাবি করে৷ পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলও হরতালের ডাক দেয়৷বৃহস্পতিবার অবরোধের পাশাপাশি ঢাকাসহ ৩ বিভাগেবু ধবার হরতাল পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল৷ এদিকে, বৃহস্পতিবার অগি্ন দগ্ধ ২ জনের মৃতু্য হয়েছে৷ সব্জি বিক্রেতা বাবার আয়ে সংসার চালানোই দায়, তিনটি টিউশনি করে লেখাপড়া চালিয়ে যাওয়া কবি নজরুল কলেজের ছাত্র সানজিদ ইসলাম অভির সেই সংগ্রামের অবসান হলো অবরোধের বোমায়৷বিএনপির অবরোধের মধ্যে গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার বঙ্গবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় হঠাত্ হাতবোমা বিস্ফোরণে চোখ ও মাথায় আঘাত পেয়েছিলেন অভি৷
এক সপ্তাহের বেশি সময় সেই ক্ষতের যন্ত্রণা সইয়ে চলে গেলেন এই জীবন সংগ্রামী৷ বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় অভির মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন৷বোমায় মাথায় আঘাতের পাশাপাশি অভির বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ আহত হওয়ার পর প্রথমে ঢাকা মেডিকেল আনা হলেও চিকিত্সকদের পরামর্শে আগারগাঁওয়ের চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছিল৷পরে আবার সেখান থেকে ফিরে ঢাকা মেডিকেলের নিউরোলজি বিভাগে ভর্তি হয়েছিলেন তিনি৷
অভির বাবা দেলোয়ার হোসেন পুরান ঢাকার কুঞ্জ বাবু লেইনে রাস্তার পাশে ডিম ও সবজি বিক্রি করেন৷ ধোর দেনা কইরা পোলাডারে পড়ালেখা করাইছি৷ আমাগো কইছিল- ‘মা একটু কষ্ট কর, আমি উকিল হইতে চাই’, হাসপাতালে ছেলের বিছানার পাশে বসে চোখের পানি মুছতে মুছতে বলেছিলেন অভির মা নূরজাহান বেগম৷বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেওয়ার পর প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি, গাড়ি ভাংচুর ও গাড়িতে অগি্নসংযোগের ঘটনা ঘটছে৷ বোমা ও আগুনে পুড়ে এরইমধ্যে ২৭ জন নিহত হয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে৷আহত হয়েছেন শতাধিক ব্যক্তি, যাদের মধ্যে স্কুলছাত্র, সরকারি কর্মকর্তা ও রিকশাওয়ালা থেকে শুরু করে নানা বয়সের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ আছেন৷
এদিকে ভোরে ঢাকা মেডিকেলে চিকিত্সাধীন অবস্থায় ছাত্রদলের এক নেতার মৃতু্য হয়েছে, যিনি লালবাগের একটি বাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে৷ রাজধানীর লালবাগের একটি বাড়িতে বিস্ফোরণে আহত ছাত্রদল নেতা মাহবুবুর রহমান বাপ্পী মারা গেছেন৷
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তার মৃতু্য হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন৷বাপ্পী ঢাকার নিউ মার্কেট থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক৷ বুধবার দুপুরে তিনি লালবাগে ভগি্নপতির বাড়িতে বসে বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটে বলে পুলিশ বলছে৷
মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মফিজউদ্দীন আহমেদ বলেন, বিছানায় বসে বোমা বানাচ্ছিল, এ বিষয়ে আমরা নিশ্চিত৷ বিছানার যে অংশে বিস্ফোরণটা ঘটেছে ওই অংশ খাটসহ ভেঙে পড়েছে৷বিস্ফোরণে বাপ্পীর (২৫) সঙ্গে আহত তার ভাগি্ন হ্যাপী (১৬) এবং তাদের এক প্রতিবেশীর ছেলে রিপন (৬) ঢাকা মেডিকেলে চিত্সাধীন৷
আজিমপুর গার্লস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী হ্যাপী সাংবাদিকদের বলেন, “আমি জি বাংলা দেখছিলাম খাটের উপরে বসে৷ মামা (বাপ্পী) নিচে মাটিতে বসে কী যেন কাজ করছিল৷ হঠাত্ ঝিরঝির করে ফুলকির মতো আগুন বেরিয়ে আসে, পুরো ঘর ধোঁয়ায় ভরে যায়৷ এরপর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে৷এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাপ্পীর ভগি্নপতি আব্দুল হাকিম,বাড়ির মালিক আবুল কাশেমসহ নয় জনকে আটক করেছে পুলিশ৷
বিএনপি নেতৃত্বাধীন জোটের লাগাতার অবরোধের মধ্যে গাড়িতে অগি্নসংযোগের পাশাপাশি বিভিন্ন স্থানে বোমাবাজির ঘটনা ঘটছে৷ এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে৷এর মধ্যে বুধবার সকালে মহাখালীতে ইসলামী ছাত্র শিবিরের একটি মেস থেকে শতাধিক হাতবোমা ও বিপুল পরিমাণ বোমার সরঞ্জামসহ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়৷ অবরোধে নাশকতার জন্য সেখানে বোমা তৈরি করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে৷
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচাযের্র কার্যালয়ের সামনে তিনটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ এতে এক ব্যক্তি আহত হয়েছেন৷ তবে তার পরিচয় জানা যায়নি৷বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপাচাযের্র কার্যালয়ের সামনে এই হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে৷ কোতোয়ালি থানার ওসি আবুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন৷তিনি জানান, ভবনের প্রধান ফটকের সামনে একটি বিস্ফোরণ হয়েছে৷ তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ এতে অনুষদে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে৷ তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি৷
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন অপরিচিত লোক অনুষদের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত অনুষদের ভিতরে পালিয়ে যায়৷ এতে সাধারণ শিক্ষার্থীরা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে৷ পরে আশপাশে থাকা বিভিন্ন হলের ছাত্রলীগ কর্মীরা অনুষদের ভিতরে বিস্ফোরণকারীকে খুঁজলেও তাকে পাওয়া যায়নি৷
এর পরপরই ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা ঘটনাস্থলে আসেন৷ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন৷
এছাড়া রাজধানীতে যে কোনো ধরনের নাশকতা এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে৷বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবির টহল শুরু হয়েছে৷চলমান হরতাল-অবরোধকে ঘিরে রাজধানীর সার্বিক নিরাপত্তায় পুলিশ-র্যাবকে সহায়তা করতে বিজিবি সদস্যরা মাঠে নেমেছে বলে জানা যায়৷ যে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলা করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে৷
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় একটি মাইক্রোবাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা৷ বৃহস্পতিবার দুপুরে ভোলাইল এলাকায় এই অগি্নকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ৷ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুপুর সাড়ে ৩টার দিকে ১০-১২ জন যুবক মাইক্রোবাস ও ট্রাকটির গতিরোধ করে৷পরে গাড়ি দুটির চালককে মারধর করে এবং মাইক্রোবাসের আরোহীদের নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়৷সময় পর স্থানীয়দের সহয়তায় গাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে৷মাইক্রোবাস চালক ফজলুল হক জানান, তারা ঢাকার উত্তরা টেকনোলোজি নামে একটি প্রতিষ্ঠানের প্রকৌশলীসহ ৫ জন কর্মী ফতুল্লায় একটি কারখানায় আসছিলেন৷
ফেনী: লাগাতার অবরোধের মধ্যে ফেনীতে বিএনপির একটি অঙ্গসংগঠনের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে যানবাহনে ভাংচুর ও আগুন দিয়েছে পিকেটাররা৷বৃহস্পতিবার সকালে শহরের বড় বাজারের আন্দির পুকুর এলাকায় তাকিয়া রোডে মালবোঝাই একটি ট্রাকে ভাংচুর এবং পাশে থাকা একটি অটোরিকশা আগুন দেওয়ার এ ঘটনা ঘটে৷ক্ষতিগ্রস্ত ট্রাক মালিক ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন বাবুল বলেন, ১৯ জানুয়ারি শহরের বড় পাইকারি বাজারে ট্রাক ভাংচুরের ঘটনায় বাবু নামে এক পিকেটারকে তিনি পুলিশে ধরিয়ে দিয়েছিলেন৷
এর জেরে সকালে বাবুর সহকর্মী পিকেটাররা তাকিয়া রোডে তার মালবোঝাই ওই ট্রাকে ভাংচুর করে এবং ট্রাকের পাশে থাকা একটি অটোরিকশায় আগুন দেয়, বলেন তিনি৷এছাড়া শহরের আর কোথাও কোনো ধরনের নাশকাতা এবং হরতাল সমর্থনে কোথাও কাউকে মিছিল করতে দেখা যায়নি বলে জানিয়েছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক৷
তিনি বলেন, অভ্যন্তরীণ সড়কে অটোরিকশা, ব্যাটারি চালিত টমটম ও রিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলাচল করেনি৷ ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস৷ শহরের অনেক দোকান পাট খোলা ছিল৷এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে পুলিশ র্যাব ও বিজিবির কড়া পাহারায় দূরপাল্লার বাস, ট্রাক ও কভার্ডভ্যান চলাচল করেছে৷ নাশকতা প্রতিরোধে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন ছিল বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক৷২০ দলীয় জোটের নেতকর্মীদের গুম, খুন, \’মিথ্যা মামলা\’ ও গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয়তাবাদী সাইবার ইউজার দল ফেনী জেলা শাখা এ হরতাল আহ্বান করে৷
বগুড়া : ২০ দলীয় জোটের ডাকে বগুড়া জেলায় ২৪ ঘন্টার হরতাল পালিত হচ্ছে৷ হরতালের সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল করেছে৷এদিকে জেলার বিভিন্ন জায়গা থেকে বিএনপি-জামায়াতের ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷বৃহস্পতিবার সকাল ৯টায় হরতালের সমর্থনে শহরের ঝোপগাড়ীতে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী৷এসময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে৷এরপর সকাল ১০টায় জামায়াত-শিবির কর্মীরা শহরের সাবগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে৷
এদিকে হরতালের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে৷ বিআরটিসি বাস ডিপোর প্রধান ফটকে তালা ঝুলছে৷ দোকানপাট খোলেনি৷ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থী নেই ৷অন্যদিকে , হরতালে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব ও বিজিবি টহল অব্যাহত আছে৷
উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে বগুড়া শহরে চারটি ট্রাকে অগি্নসংযোগের ঘটনা ঘটে৷ শহরের স্টেশন রোড, মহাস্থান এবং দ্বিতীয় বাইপাস মহাসড়কের নিশ্চিন্তপুরে ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে৷ এছাড়া বুধবার রাতভর শহরের বিভিন্ন এলাকায় থেমে থেমে ককটেল বিস্ফোরণ ঘটে৷ এতে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ জেলা মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলায় বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ পুরো জেলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে৷
টাঙ্গাইল: বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার টাঙ্গাইলে হরতাল ডেকেছে দলটি৷বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খান, সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা জানান, বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে মিছিল বের করার প্রস্তুতির সময় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামী রোববার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে৷বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে হরতাল সমর্থনে মিছিলের প্রস্তুতির সময় জেলা যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতা ও পুলিশের সঙ্গে সংঘষের্র ঘটনায় ৫০৩ জনকে আসামি করে ১১টি মামলা হয়েছে৷ এর মধ্যে গ্রেফতার করা হয়েছে ৩০৬ জনকে৷ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, ১১টি মামলার মধ্যে সদর থানায় ৮টি, কসবা থানায় ২টি ও সরাইল থানায় ১টি মামলা রয়েছে৷ গ্রেফতার হওয়া ৩০৬ জনের মধ্যে ১৫৬ জনই সদর থানার বলে জানিয়েছেন রঞ্জন ঘোষ৷
চট্টগ্রাম: অবরোধে নাশকতা রোধে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসানজানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারি, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ জন জামায়াত ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের এবং আট জন বিএনপিকর্মী বলে দাবি করেন তিনি৷অবরোধে নাশকতা রোধে জেলা পুলিশের নিয়মিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা নাইমুল৷ খবর
রাজশাহী: রাজশাহী শহরে নিরাপত্তা বাহিনীর পাহারার মধ্যেই ঢাকাগামী গাড়িবহরে ব্যাপক তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা৷ অবরোধকারীদের পেট্রোল বোমা ও ঢিলের আঘাত ক্ষতিগ্রস্থ য়েছে অন্তত ১৫টি যানবাহন৷ তাদের প্রতিরোধের চেষ্টা করতে গিয়ে তিনজন বোমায় আহত হয়েছেন৷ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের কাদিরগঞ্জে বর্ণালীর মোড় থেকে দড়িখরবনার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকা এবং নগরীর বিনোদপুরে এই হামলার ঘটনা ঘটে৷
আহতদের মধ্যে মাছিম ও কাজিম নামের দুই ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷নগরীর বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহামুদ হাসান বলেন, অবরোধের সমর্থনে জামায়াত-শিবির কর্মীরা এ হামলা চালায়৷ পরে পুলিশ, র্যাব ও বিজিবির সহযোগিতায় গাড়িবহর পার করে দেওয়া হয়৷
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, বেলা সাড়ে ১২টার দিকে বর্ণালীর মোড় হয়ে অর্ধশতাধিক গাড়ির একটি বহর নগরী অতিক্রম করছিল৷ এ সময় কয়েকটি দলে ভাগ হয়ে অবরোধকারীরা গাড়ি বহরে হামলা চালায়৷”তারা পেট্রোল বোমাসহ অন্তত ১৮টি বোমার বিস্ফোরণ ঘটনায়৷ এর মধ্যে অন্তত ১০/১২টি ছোড়া হয় গাড়ি বহরের বিভিন্ন ট্রাকে৷ পেট্রোল বোমায় একটি ট্রাকের সামনে আগুন ধরে গেলেও চলন্ত অবস্থাতেই তা নিভে যায়৷ এছাড়া সাতটি অটোরিকশাসহ অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷
দড়িখরবনার মোড়ে স্থানীয় লোকজন অবরোধকারীদের ধাওয়া করলে তারা একটি বোমা ফাটিয়ে পালিয়ে যায়৷ এ সময় বিস্ফোরণে আহত হন মাছিম ও কাজিমসহ তিনজন৷একই সময়ে নগরীর বিনোদপুর এলাকায় গাড়িবহর লক্ষ্য করে অবরোধকারীরা একটি পেট্রোল বোমাসহ কয়েকটি হাতবোমা ফাটায় বলে মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান৷এতে একটি ট্রাকে আগুন ধরলেও পুলিশ ও গাড়ির লোকজন তা নিভিয়ে ফেলেন বলে জানান তিনি৷
এদিকে, নিরাপত্তা বাহিনীর পাহারার মধ্যেদিয়েই রাজশাহীতে ঢাকাগামী গাড়িবহরে অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১৫টি যানবাহন৷ তাদের প্রতিরোধ করতে গিয়ে বোমায় আহত হয়েছেন ৩ জন৷বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের কাদিরগঞ্জে বর্ণালীর মোড় থেকে দড়িখরবনার মোড় পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকা এবং নগরীর বিনোদপুরে এ হামলার ঘটনা ঘটে৷আহতদের মধ্যে মাছিম ও কাজিম নামের দুই ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷নগরীর বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক মাহামুদ হাসান বলেন, অবরোধের সমর্থনে জামাত-শিবির কর্মীরা এ হামলা চালিয়েছে৷ পরে পুলিশ র্যাব ও বিজিবির সহযোগিতায় গাড়িবহর পার করে দেয়া হয়েছে৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা সাড়ে ১২টার দিকে বর্ণালীর মোড় হয়ে অর্ধশতাধিক গাড়ির একটি বহর নগরী অতিক্রম করছিল৷ এ সময় কয়েকটি দলে ভাগ হয়ে অবরোধকারীরা গাড়ি বহরে হামলা চালানো হয়৷ দড়িখরবনার মোড়ে স্থানীয় লোকজন অবরোধকারীদের ধাওয়া করলে তারা একটি বোমা ফাটিয়ে পালিয়ে যায়৷ এ সময় বিস্ফোরণে আহত হন মাছিম ও কাজিমসহ ৩ জন৷
একই সময়ে নগরীর বিনোদপুর এলাকায় গাড়িবহর লক্ষ্য করে অবরোধকারীরা একটি পেট্রোলবোমাসহ কয়েকটি হাতবোমা ফাটায় বলে মতিহার থানার ওসি আলমগীল হোসেন জানিয়েছেন৷ এতে একটি ট্রাকে আগুন ধরলেও পুলিশ ও গাড়ির লোকজন তা নিভিয়ে ফেলেন বলে জানান তিনি৷
ঝালকাঠি: ঝালকাঠি জেলা বিএনপির সহ-সভাপতিসহ ৬৫ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে পুলিশ৷ এ মামলায় বিএনপির তিন কর্মীসহ পাঁচজনকে গ্রেফতারও করেছে পুলিশ৷বৃহস্পতিবার ভোরে নাশকাতার আশংকায় জেলার রাজাপুরে ২জন এবং কাঠালিয়া থানায় এক বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়৷এর আগে বুধবার রাতে পুলিশ বাদি হয়ে ঝালকাঠি ও নলছিটি থানা পৃথক দুইটি মামলা দায়ের করেন৷ মামলার আগেই মো. বাবলু হাওলাদার ও নান্নু খান নামের বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷
প্রসঙ্গত, বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির দপদপিয়া চৌমাথায় এলাকায় মঙ্গলবার রাতে আবদুল্লাহ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়৷ ওই ঘটনা জেলা বিএনপির সহ-সভাপতি ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে নলছিটি থানায় এবং খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির বৈদারাপুর নামক স্থানে ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় ঝালকাঠি থানায় আরো ১৭ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ মামলা করে৷
খুলনা ঃমিছিল-সমাবেশের মধ্য দিয়ে খুলনায় ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে৷ সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানায় হরতালের সমর্থনে মিছিল পিকেটিং অনুষ্ঠিত হয়৷ সাড়ে ১০ টায় নগরীর পিটিআই মোড় থেকে হরতালের সমর্থনে ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে এক মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যনত্ম রাজপথের আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার অঙ্গীকার ব্যক্ত করেন৷
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মোঃ মজিবর রহমান, সাবেক এমপি সৈয়দা নার্গিস আলী, সিরাজুল ইসলাম মেঝো ভাই, ফখরম্নল আলম, এ্যাড. ফজলে হালিম লিটন, জামায়াত নেতা খান গোলাম রসুল, বিজেপির সিরাজউদ্দিন সেন্টু, খেলাফত মজলিসের মাওলানা নাসিরউদ্দিন, মুসলিম লীগের এ্যাড. আক্তার জাহান রম্নকু, বিএনপি নেতা অধ্যৰ তারিকুল ইসলাম৷ অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে
নাটোর: বিএনপিসহ ২০দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে আজ সকাল সাতটার দিকে নাটোর শহর জামায়েতের উদ্যোগে শহর জামায়াতের আমীর আতিকুল ইসলাম রাসেল ও জেলা ছাত্রশিবিরের সাধারন সম্পাদক আবু তালেবের নেতৃতে শহরের আলাইপুর এলাকায়্ব রাসত্মায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে পিকিটিং ও মিছিল করে জামায়াত শিবিরের নেতা কমর্ীরা৷
অবরোধে আজও নাটোর থেকে দূরপালস্নার কোন ভারী যানবাহন চলাচল করছে না৷ শহরে মোটরসাইকেল, অটোরিঙ্া, নছিমন ও ভটভটি চলাচল করছে৷ মহাসড়কে বিজিবি র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে৷গৌরীপুরে আনত্মঃনগর ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ ঃ একজন দগ্ধ
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়কে নাশকতার পরিকল্পনাকারী সন্দেহে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)৷বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়৷
তারা হচ্ছে- গোলজার হোসেনের ছেলে ডলার (২৭) এবং তার ভগ্নীপতি মৃত আজিজুল হকের ছেলে সুলতান হোসেন (৩৫)৷
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়ক ও মালশাপাড়া-সয়দাবাদ আঞ্চলিক সড়কে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে৷
তাদের বাড়িতে তলস্নাশী চালিয়ে পলিথিনে মোড়ানো অবস’ায় এবং বালির নিচে রাখা ৪টি রাম-দা, ২টি বড় হাসুয়া, ৩টি চাপাতি, ৪টি ছোড়া ২’শতাধিক প্যাকেট বিস্কুট, লৌহজাত দ্রব্য এবং ৭টি ৫ লিটার ওজনের সয়াবিন তৈল উদ্ধার করা হয়৷
নাশকতার পরিকল্পনাকারীদের আশ্রয়-প্রশয়দাতা ডলার ও সুলতানের বাড়িতে গোপন বৈঠক হচিছলো এমন-সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়৷ তাদের সহযোগীরা পালিয়ে গেছে৷
জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের কারাগারে পাঠানো হবে বলে ওসি নাসির জানান৷
মাগুরা: পুলিশ মাগুরায় হরতাল-অবরোধে নাশকতা রোধে বিএনপি-জামায়াতের ১১ নেতা-কর্মীকে আটক করেছে ৷বুধবার রাতে মাগুরা সদর, মহম্মদপুর ও শালিখা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে৷ সদর থানা পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হচেছন- রামনগরের রিয়াজ উদ্দিন, ভায়নার আনোয়ার শেখ, সাতদোহার আকাশ মলিস্নক, পারলার পাভেল মলিস্নক, আলমগীর হোসেন, অনিক মলিস্নক, সুমন শেখ৷
মহম্মদপুর থানা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃতরা হচ্ছেন সিরগ্রামের আবু বক্কর, সিদ্দিক ও সুমন মিয়া৷
এ ছাড়া শালিখা থানা পুলিশ বাকলবাড়িয়ার সীমানত্ম কু- নামে একজনকে আটক করেছে৷মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, হরতাল-অবরোধে নাশকতা রোধে জেলার বিভিন্ন স’ানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ১১ নেতা-কর্মীকে আটক করেছে৷ আটককৃতদের আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে৷
ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনে চট্রগ্রামগামী আন্ত:নগর বিজয় এঙ্প্রেস ট্রেনে পেট্রলবোমা হামলায় এক যাত্রী দগ্ধ হয়েছেন৷ তাকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েএবং সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ রেলওয়ে জংসন থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এঙ্প্রেস ট্রেনটি রাত ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনের আউটার সিগন্যালে পৌছলে দুর্বৃত্তরা একটি পেট্রলবোমা নিক্ষেপ করে৷ এতে ট্রেনের দরজায় দাঁড়িয়ে হকার সঞ্জুর গায়ে লাগে বোমাটি ট্রেনের নিচে পড়ে যায়৷ এতে সঞ্জুর মুখমন্ডল ঝলসে যায়৷ তাকে অন্যান্য যাত্রীরা ধরাধরি করে স্টেশনে নিয়ে যায়৷ সেখান থেকে তাকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েএবং সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ সঞ্জু গৌরীপুর নতুনবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেয়ে৷খবর পেয়ে গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ ঘটনাস্থলে ছুটে যান৷ তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ অপরাধীদের ধরার চেষ্টা চলছে বলেও তিনি জানান৷
পাবনা ঃ গান পাউডার ও পেট্রল বোমা তৈরীর সরঞ্জামসহ সাঁথিয়া উপজেলা শিবির সভাপতি একরামুল হোসেন (২৪) কে পুলিশ গ্রেফতার করেছে৷ অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বৃহসপতিবার দুপুর আড়াইটার দিকে তাকে ধুলাউড়ী সামিট প্রি ক্যাডেট স্কুলের পরিত্যাক্ত একটি ভবন থেকে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃত শিবির সভাপতি একরামুল হোসেন ভায়নাপাড়া গ্রামের কাজেম উদ্দিনের ছেলে৷
অতিরিক্ত পুলিশ সুপার জানান, বেশ কিছু শিবির কর্মি নাশকতার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়৷ পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও একরামুলকে পুলিশ গ্রেফতার করে৷একরামুলের কাছ থেকে অনেকখানি গান পাউডার, পাথর কুচি, লোহার পেস্নট, পেট্রল, ও বিপন্ন মানবতা নামের কয়েকটি জেহাদী সিডি, বই উদ্ধার করা হয়েেেছ৷ তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে৷ পরে বিসত্মারিত জানানো যাবে৷ এ ব্যাপারে বিস্ফোরক আইনে মামলা দায়ের হবে বলে পুলিশ জানিয়েছে৷
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলী এলাকায় যাত্রীবাহী অটোরিকশা আগুন দিয়েছে দুর্বৃত্তরা৷ গতকাল ২১ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানান, রতুলী বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী উঠাছিল৷ এ সময় হঠাত্ দু’টি মোটরসাইকেলে ৫/৭ জন অবরোধকারীরা এসে সিএনজি অটোরিকশা থেকে যাত্রী নামিয়ে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলবে৷
ঝিনাইদহ:ঝিনাইদহের কালীগঞ্জে রেললাইনের নাশকতা ঠেকাতে আনসার সদস্য মোতায়েন করেছেন স্থানীয় উপজেলা প্রশাসন৷ গত বৃহস্পতিবার থেকে তারা দায়িত্ব পালন করছেন৷ কালীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইস্কেনদার কামাল ও থানার এস.আই ইমরান হোসেনের নেতৃত্বে ৭২ জন আনসার সদস্য বারবাজার রেলষ্টেশন থেকে সুন্দরপূর রেলষ্টেশন পর্যনত্ম প্রায় ২৫ কিলোমিটার রেলপথের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন৷
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সারাদেশে জামায়াত-শিবির ও বিএনপি’র ডাকা অবরোধে বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টি করা হচ্ছে৷ বিশেষ করে রেললাইনে নাশকতা করা হচ্ছে৷ এই নাশকতা ঠেকাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কালীগঞ্জে এরিয়ায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে৷ উপজেলা প্রশাসনের দুইজন কর্মকর্তার তত্বাবধানে ৭২ সদস্যের আনসার সদস্যের টিম দিনরাত ২৪ ঘন্টা পাহারার দায়িত্বে থাকবেন৷ বিশেষ করে যে সব স্থানে ব্রিজ, কালভার্ট রয়েছে সেখানে সব সময় আনসার মোতায়ন থাকবে৷ অন্যরা পায়ে হেটে সমস্থ পথ টহল দিবেন৷ উল্লেখ ইতিপূর্বে অবরোধকারিরা মোবারকগঞ্জ রেল ষ্টেশনসহ একাধিক স্থানে নাশকতা সৃষ্টি করেছিল৷ তাই ট্রেনের যাত্রীদের জান-মালের নিরাপত্তার স্বার্থে প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করেছে৷
হিলি সংবাদদাতা:দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ধান বোঝায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুবৃত্তরা৷ এতে ট্রাকের চালক আনিছুর রহমান (৩৪) অগি্নদগ্ধ হয়েছে৷ উপজেলার খেতাবমোড়ে বুধবার ভোর রাতে এ ঘটনাটি ঘটেছে৷ঘাড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরম্নল কায়েস জানান, এ ঘটনায় পুলিশ শহিদুল ইসলাম, ইয়াকুব আলী ও জাকির হোসেন নামের ৩ শিবির কমর্ীকে আটক করেছে৷
সাতক্ষীরা : বিএনপি নেতৃত্বধীন ২০ দলের ডাকা ২য় দিনের হরতালে সাতৰীরায় কোন প্রভাব পড়েনি৷ জেলার জনজীবন ছিল স্বাভাবিক৷ দুরপালস্নার যানবাহন চলাচল না করলেও অভ্যানত্মরিণ রম্নটে সকল প্রকার যান চলাচল ছিল স্বাভাবিক৷ ব্যাংক, বীমা, অফিস আদালত ও স্কুল কলেজের কার্যক্রম ছিল স্বাভাবিক৷ ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি ছিল স্বাভাবিক৷ তবে বিএনপির জামাতের কোন মিছিল, মিটিং ও সমাবেশ লৰ্য করা যায়নি৷ নাশকতা এড়াকে র্যাব,পুলিশ ও বিজিবি’র টহল অব্যাহত ছিল৷ এদিকে টানা অবরোধ ও হরতালের নামে মানুষ হত্যার মদদদাতা হিসেবে খালেদা জিয়ার গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা যুবলীগ একটি মিছিল বের করে৷ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদৰিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক সমাবেশে মিলিত হয়৷ অপরদিকে নাশকতা সৃষ্টির দায়ে সাতৰীরা জেলা জামায়াতের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী এবং নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও সাবেক শিবির নেতা শরিফুল ইসলামকে দুই বছর করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সাতৰীরা সদর উপজেলা নির্বাহী কর্মকতর্া শাহ আব্দুল সাদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ সাজা দেন৷ এর আগে সকাল ৯টার দিকে সাতৰীরা শহরের বিনেরপোতা এলাকা থেকে নাশকতা সৃষ্টির দায়ে তাদের হাতেনাতে আটক করে পুলিশ৷ সাজাপ্রাপ্ত সাতক্ষীরা জেলা জামায়াতের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সাতৰীরা শহরের মাছখোলা ঝুঁটিতলা এলাকার মৃত দ্বীন আলী সরদারের ছেলে এবং নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও সাবেক শিবির নেতা শরিফুল ইসলাম নড়াইল জেলার ডুমুরতলা গ্রামের খান জয়নাল আবেদীনের ছেলে৷ এছাড়া নাশকতার আশংকায় জামায়াত-বিএনপির ১৬ কমর্ীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ বুধবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়৷ সাতৰীরা জেলা পুলিশের তথ্য কর্মকতর্া উপ-পরিদর্শক (এসআই) কামাল তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরম্নদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে৷ নাশকতা এড়াতে পুলিশ, র্যাব, বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে৷ সাতৰীরা জেলা পুলিশের তথ্য কর্মকতর্া উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন তাদের সাজার বিষয়টি নিশ্চিত করে বলেন, নড়াইলের শিবির নেতা শরিফুল ইসলাম সেখানে একটি হত্যা মামলার আসামি৷ সে সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল৷ বাকি আসামীরা বিভিন্ন নাশকতামূলক মামলার আসামী৷
চাঁপাইনবাবগঞ্জ :চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার ৬সং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আব্দূল বারেক(৪০) কে আটক করেছে সদর মডেল থানা পুলিশের একটি দল৷ পুলিশ তার বিরম্নদ্ধে কয়েকটি মামলার কথা জানালেও তার পরিবার ও বিএনপি সুত্র জানায়, চলমান বিরোধীদলীয় নেতাকমর্ী নিধনের অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে৷ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ফটকের সামনে থেকে আটক করা হয় বলে জানা গেছে৷ বিএনপি নেতা আব্দুল বারেক শহরের কালগিঞ্জ-বাবুপাড়া(বটতলাহাট) এলাকার মৃত মঞ্জুর মেম্বারের ছেলে৷