দৈনিকবার্তা-ঢাকা, ২২ জানুয়ারি: সহিংসতার মাধ্যমে কোনো রাজনৈতিক সমাধান হতে পারে না সহিংসতা বন্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী৷
বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলের কলেজের বার্ন ইউনিটে পেট্রোল বোমায় দগ্ধদের দেখতে এ কথা বলেন তিনি৷ সুচিকিত্সার জন্য আর্থিক অনুদান তুলে দিয়ে স্পিকার নৃসংশ এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানান৷স্পিকার বলেন, সহিংসতার মাধ্যমে কোনো রাজনৈতিক সমাধান হতে পারে না৷
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিত্সাধীন রয়েছেন ২২ জন৷ আর চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন ২ জন৷
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী সাম্প্রতিক সময়ে দুস্কৃতিকারীদের পেট্রোলবোমা হামলায় আহত ও ঝলসে যাওয়া রোগীদের চিকিত্সা ও তাদের পরিবারের অবস্থার খোঁজ খবর নিয়েছেন৷তিনি সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিট পরিদর্শন করেন৷ তিনি হাসপাতালে চিকিত্সাধীন ২১ জন রোগীর প্রত্যেককে জাতীয় সংসদের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন৷
জাতীয় সংসদের চীফ হুইপ আ. স. ম. ফিরোজ, হুইপ মোঃ শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মোঃ শাহাব উদ্দিন, হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), হুইপ মাহবুব আরা বেগম গিনি, অনুমতি হিসাব সম্পর্কিত কমিটি’র সভাপতি আবদুল মতিন খসরু এবং হাজী মোঃ সেলিম এমপি এ সময় উপস্থিত ছিলেন৷