দৈনিকবার্তা-ঢাকা, ২১ জানুয়ারি: বাংলাদেশ রেলওয়ে ১২০টি নতুন যাত্রিবাহী ব্রডগেজ রেলবগি ক্রয়ের এক চুক্তি স্বাক্ষর করেছে৷ এতে ব্যয় হবে প্রায় ৮ কোটি মার্কিন ডলার৷বুধবার নগরীর রেলভবনে অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মো. খলিলুর রহমান এবং ভারতের রাইটস লিমিটেডের নির্বাহী পরিচালক ভি কে জৈন৷ভারতীয় ঋণ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এই যাত্রিবাহী বগিগুলো ক্রয় করা হচ্ছে৷ভারতের অমৃতসরের কাপুরতলা রেল কোচ ফ্যাক্টরীতে যাত্রিবাহী বগিগুলো নির্মাণ করা হবে৷ আগামি দুই বছরের মধ্যে যাত্রিবাহী বগিগুলো দেশে এসে পেঁৗছাবে বলে আশা করা হচ্ছে৷
এ উপলক্ষে বুধবার রাজধানী ঢাকা রেলভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশার পংকজ শরণ এবং রাইইস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাজীব মেহরোতরা বক্তৃতা করেন৷অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও প্রকল্প পরিচালক আবদুল মতিন চৌধুরী৷রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার রেল উন্নয়নে বিভিন্ন পদৰেপ গ্রহণ করেছে৷ বর্তমানে রেলওয়েতে ৪১টি প্রকল্প চলমান রয়েছে৷
তিনি বলেন, ১২০টি নতুন যাত্রিবাহী বগি রেল বহরে যুক্ত হলে যাত্রীরা নিরাপদে ভ্রমণ করতে পারবে,ন৷ দিন দিন রেলওয়েতে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে-এ কথা উলেস্নখ করে তিনি বলে, যাত্রী চাহিদার প্রেৰিতে সরকার নতুন যাত্রিবাহী বগি সংগ্রহ করছে৷ তিনি এই বগিগুলো আসলে নতুন নতুন ট্রেন পরিচালা করা হবে৷
রেলপথ মন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়ার উস্কানিতে হরতাল ও অবরোধের নামে নাশকতা ও ধ্বংসাত্মক কাজ করছে৷তিনি বলেন, জাতীয় সম্পদ রেল রৰার জন্য গুরুত্বপূণ পদক্ষেপ নেয়া হয়েছে৷ রেলপথ নিরাপত্তায় ৮ হাজার ৩২৮ জন আনসার নিয়োগ করা হয়েছে৷পরিবহনের ক্ষেত্রে রেলওয়ের গুরম্নত্ব অপরিসীম- এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার রেল সেক্টর উন্নয়নে গুরুত্ব দিয়েছেন৷উল্লেখ্য, ১২০ যাত্রিবাহী বগির মধ্যে ৩৪টি শীতাতপ শ্রেণীর বগি থাকবে৷ এই বগিগুলোর গতিবেগ ঘন্টায় ১৬০ কিলোমিটার৷
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মো. খলিলুর রহমান জানান, বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৩২৪টি যাত্রিবাহী বগি রয়েছে৷ তিনি জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৫০টি এবং ভারতীয় ঋণে ১২০টি যাত্রিবাহী বগি সংগ্রহ করা হচ্ছে৷ এগুলো আগামি দুই বছরের মধ্যে এসে পেঁৗছবে৷