pm-anik_208119

দৈনিকবার্তা-ঢাকা, ২১ জানুয়ারি: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে ফেনীতে বোমা বিস্ফোরণে আহত এসএসসি পরীক্ষাথর্ী মিনহাজুল ইসলাম অনিকের চিকিত্‍সার জন্য ৫ লাখ টাকার চেক হসত্মানত্মর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

প্রধানমন্ত্রী বুধবার দুপুরে তাঁর তেজগাঁও কার্যালয়ে অনিকের পিতা মিজানুর রহমানের কাছে এই চেক হসত্মানত্মর করেন৷ প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী একথা জানান৷এর আগে তিনি ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র অনিকের (১৫) চিকিত্‍সার দায়িত্ব গ্রহণ করেন এবং উন্নত চিকিত্‍সার জন্য তাকে বিদেশে পাঠাতে সংশিস্নষ্ট কতর্ৃপক্ষকে নির্দেশ দেন৷ এই উদ্যোগের ফলে অনিককে বিকেলে উন্নত চিকিত্‍সার জন্য ভারতের চেন্নাইয়ে শঙ্কর নেত্রালয়ে পাঠানো হচ্ছে৷

৫ জানুয়ারি ফেনী শহরের খেজুর চত্বর এলাকায় মুখোশধারী সন্ত্রাসীরা বোমা ছুঁড়ে মারলে গুরম্নতর আহত হয় অনিক৷ ওই সময় অনিক ও তার বন্ধু শাহরিয়ার হৃদয় প্রাইভেট শিৰকের বাসা থেকে ফিরছিলো৷বোমার আঘাতে অনিকের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়৷ দু’চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রসত্ম হয়৷ বর্তমানে ডান চোখ দিয়ে কিছুই দেখতে পায় না অনিক৷ বাম চোখ দিয়ে সামান্য দেখা যায়৷

অনিককে প্রথমে ফেনী হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং এরপর জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে নেয়া হয়৷বোমায় হৃদয়ও মারাত্মকভাবে আহত হয়েছে৷ প্রধানমন্ত্রী হৃদয়ের চিকিত্‍সার দায়িত্বও নিয়েছেন৷ হৃদয় এখন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে চিকিত্‍সাধীন রয়েছে৷