muktagachamymensingh-khajur-rosh..........

দৈনিকবার্তা-নীলফামারী, ২১জানুয়ারি: নীলফামারীর সর্বত্র শহর ও গ্রাম এলাকায় অবাধে বিক্রি হচ্ছে খেজুরের রস৷ পাখি খেয়ে ফেলে দেয়া ফল ও খেজুরের রসে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না৷ প্রতিবছর শীতের এই সময় গাছিরা সতর্কতা অবলম্বন ছাড়াই খেজুরের রস বের করে থাকেন৷ সুস্বাদু এসব রস প্রতি গ্লাস ১০ টাকায় বাজার ও গ্রাম এলাকায় বিক্রি করছেন৷ অনেকেই না জেনে এই রস পান করছেন৷

বিগত বছরগুলোতে এনিয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচারণা থাকায় অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল শীতের এই সুস্বাদু রস বিক্রি৷ এবারে কোথাও নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর বের না হওয়ায় ও প্রচারণা না চালায় দেদারসে বিক্রি হচ্ছে খেজুরের রস৷ শহর ও গ্রামের বিভিন্ন স্থানে অবস্থিত খেজুর গাছ গাছিরা শীত মৌসুমের শুরম্নতে গাছগুলো চুক্তিতে নিয়ে নেন৷ তারা নেটের জাল বাঁশের চাটাই ছাড়া গাছের রস বের করে থাকেন৷ ফলে এসব গাছে সহসাই বাদুর ও পাখি বসে থাকে৷ এতে করে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবণা বেশি বলে সচেতনমহল মনে করেন৷