দৈনিকবার্তা-ঢাকা, ২১ জানুয়ারি: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এম পি বলেছেন, বিএনপি-জামায়াতের নাশকতার মাধ্যমে মানুষকে আতঙ্কিত করে অবরম্নদ্ধ করে রাখার ষড়যন্ত্রের রাজনীতি ব্যর্থ হয়েছে৷তিনি বলেন, তাদের অবরোধ কর্মসূচী ব্যর্থ হওয়ার পর তারা হরতাল কর্মসূচি আহবান করেছে৷ এ হরতাল কর্মসূচিও ব্যর্থ হয়েছে৷ কেননা জনগন তাদের হরতাল প্রত্যাখান করে বিএনপি-জামায়াতের ভয়কে জয় করে রাসত্মায় বেরিয়ে এসেছে৷তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া এখন আর দেশনেত্রী নয়৷ তিনি হত্যা, সন্ত্রাস আর আতঙ্কের নেত্রীতে পরিণত হয়েছেন৷
তিনি বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি-জামায়াত জোটের অযৌক্তিক হরতাল ও অবরোধের প্রতিবাদে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি৷
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির হোসেন, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ৷পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি হত্যাকান্ডের বিচার করার ঘোষণা দিয়েছেন৷ সে ঘোষনা অনুযায়ী প্রতিটি হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার করা হবে৷
তিনি বলেন, বিএনপি-জামায়াতের হরতালের নামে সকল নাশকতার সাথে জড়িত বোমা হামলাকারী, বোমা প্রস্ততিকারী, পরিকল্পনাকারী এবং অর্থের যোগানদাতাদের বিচারের আওতায় আনা হবে৷দেশের শানত্মিকামী মানুষকে পেট্রলবোমা হামলাকারীদের বিরম্নদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াতের সাথে সরকারের কোন সংলাপ হতে পারে না৷ সংলাপ হবে না৷ কেননা যারা হরতাল-অবরোধের নামে মানুষ হত্যা করে তাদের সাথে সরকারের সংলাপ হতে পারে না৷